সিরাজগঞ্জে কম্পোজিট টেক্সটাইল মিলে তুলার স্ট্যাকধসে স্টোর ইনচার্জ নিহত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৫


সিরাজগঞ্জে কম্পোজিট টেক্সটাইল মিলে তুলার স্ট্যাকধসে স্টোর ইনচার্জ নিহত
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে লাভলু বাবুল কম্পোজিট টেক্সটাইল মিলে  সুতার গাট্টির স্ট্যাক ধসে পড়ে আহমেদ নাজির (২৮) নামে এক স্টোর ইনচার্জ নিহত হয়েছেন। 


আরও পড়ুন: সিরাজগঞ্জে বিএনপির মিছিলে অতর্কিত আওয়ামীলীগের হামলা


শুক্রবার (৭ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সিলন্দা এলাকায় লাভলু বাবুল কম্পোজিট টেক্সটাইল মিলে এ ঘটনাটি ঘটে। নিহত আহমেদ নাজির সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদনগর ব্যাপারি পাড়া মহল্লার বাসিন্দা। 


স্থানীয়রা জানায়, লাভলু বাবলু কম্পোজিট মিলে তিন বছর ধরে স্টোর ইনচার্জের চাকরী করছিলেন আহমেদ নাজির। মিলের ভেতরে বিদেশ থেকে আনা তুলার গাট্টি (বেল্ট) ট্যাক দিয়ে রাখা ছিল। শুক্রবার বিকেলে স্টোর কিপার আহমেদ নাজির সেখানে দায়িত্বরত ছিলেন। এ অবস্থায় স্ট্যাক ধসে বেশ কয়েকটি বেল্ট (গাট্টি) তার উপর পড়ে যায়। এ সময় মিলে দায়িত্বরত শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


এলাকাবাসীর দাবী মিল কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই মৃত্যুর ঘটনাটি ঘটেছে। তুলার গাট্টি ট্যাক দেওয়ার মধ্যে ত্রুট থাকার কারণেই সেটা ধসে পড়েছে বলে দাবী অনেকের। 


আরও পড়ুন: সিরাজগঞ্জে হাটের নামে ব্যক্তি মালিকানার পুকুর দখলের অভিযোগ


ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বলেন, সুতোর বেল্ট বাইরে স্ট্যাক দেওয়া ছিল। সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন আহমেদ নাজির। হঠাৎ করেই ৪/৫টা গাট্টি পড়ে গেছে। এতেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের লোকজনের কোন অভিযোগ বা সন্দেহ না থাকায় আমরা মরদেহ হস্তান্তর করেছি। 


এ বিষয়ে লাভলু বাবুল কম্পোজিট টেক্সটাইল মিলের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবুলের সাথে যোগাযোগের চেষ্ট করলে তিনি মোবাইল ফোন রিসিভ করেন নাই। 


এসডি/