Logo

সীমান্ত হত্যা বন্ধে বৈঠকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানাল বিজিবি

profile picture
জনবাণী ডেস্ক
১১ মার্চ, ২০২৫, ২১:৫৭
72Shares
সীমান্ত হত্যা বন্ধে বৈঠকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানাল বিজিবি
ছবি: সংগৃহীত

সীমান্ত হত্যা বন্ধে বৈঠকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানাল বিজিবি

বিজ্ঞাপন

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধায়  সীমান্ত হত্যা বন্ধে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ মার্চ) বিকেলে বাংলাবান্ধা ফুলবাড়ী জিরো লাইন সীমান্ত এ পতাকা ভিডিও অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁ সেক্টরের কমান্ডার কর্ণেল গোলাম রব্বানী ও বিএসএফের পক্ষে শিলিগুড়ি সেক্টরের কমান্ডার পিকে সিং।এসময় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার কমান্ড্যান্ট সহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। পরে বৈঠক শেষে বিজিবির ঠাকুরগাঁ সেক্টরের কমান্ডার কর্ণেল গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, গত ৮ মার্চ পঞ্চগড় সদর উপজেলার সুঁইডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে আল আমিন (৩৭) নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়। 

বিজিবি পক্ষ থেকে বৈঠকে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানানো হয়েছে। সেই সাথে বলা হয়েছে সীমান্তে বিএসএফ মরনাস্ত্রের ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করেছে। পরে বিএসএফ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। 

বিজ্ঞাপন

সেই সাথে আগামীতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সর্তক থাকবে বলে বিজিবিকে আশ্ব¯স্ত করেছে। এছাড়া নিহত আল আমিনের মরদেহ হস্তান্তরে আইনী প্রক্রিয়া শেষে দ্রতই হস্তান্তর করা হবে বলে জানায় বিএসএফ।এসময় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে বলা হয়েছে, সীমান্তে কেউ আটক হলে তার সাথে মরনাস্ত্রের ব্যবহার না করে অন্য কিছুর ব্যবহার করা যেত। সেই সাথে বিজিবিকে জানালে বিজিবি যথাযথ ব্যবস্থা গ্রহন করতো। 

বিজ্ঞাপন

সেক্টর কমান্ডার গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, সীমান্তে বিজিবি টহল দিনরাত ২৪ ঘন্টা অব্যাহত থাকে। সীমান্তের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, সীমান্ত হত্যা বন্ধে স্থানীয়দের মাঝে সচেতনতামুলক সভা, কর্মসংস্থান করে পূর্নবাসন করা হচ্ছে। এছাড়া সব সময় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD