Logo

দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের স্থির সমাবেশ

profile picture
জনবাণী ডেস্ক
১২ মার্চ, ২০২৫, ০৫:৫৬
50Shares
দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের স্থির সমাবেশ
ছবি: সংগৃহীত

প্রতিটি ব্যানারের ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ‘১০২’ প্রচার করা হয়

বিজ্ঞাপন

দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মহানগরীর ৩৮টি স্থানে স্থির সমাবেশ করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১১ মার্চ) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ১১ দিন ব্যাপী স্থির সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এ সময় স্থির সমাবেশের পাশাপাশি উপস্থিত পথচারীদের ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার করে অগ্নিনির্বাপণ পদ্ধতি প্রদর্শন ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন স্লোগান প্রচার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার (১১ মার্চ) পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল মোড়ে স্থির সমাবেশ করা হয়। ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার নিয়ে এসব স্থানে দাঁড়িয়ে এ স্থির সমাবেশ করেন। ব্যানারগুলোতে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচতে সতর্কতা ও দুর্ঘটনায় করণীয় বিষয়ে বিভিন্ন স্লোগান প্রচার করা হয়। প্রতিটি ব্যানারের ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ‘১০২’ প্রচার করা হয়।

ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধিতে প্রতিনিয়ত মহড়া ও গণসংযোগ করলেও প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের নির্দেশনায় এবারই প্রথম স্থির সমাবেশ করা হয়। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে স্থির সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত সংবাদমাধ্যমের সাথে কথা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-পরিচালক জনাব মো. ছালেহ উদ্দিন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশ কার্যক্রমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD