সাড়ে ৪ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৫

গাজীপুরের বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস কারখানার নারী শ্রমিক অটোরিক্সার সাথে ধাক্কা লেগে সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের সাড়ে ৪ ঘন্টা পর দুপুর সাড়ে ১২ টায় শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (১২ মার্চ) সকাল সোয়া ৬ টায় বাঘের বাজার এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মোছা: জান্নাতুল (৩২) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বরচর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। সে বাঘের বাজার এলাকায় ভাড়া থেকে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানায় সুইং অপারেটর হিসেবে চাকরি করতো।
আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানার পক্ষ থেকে নিহত শ্রমিকের দাফন কাফনসহ তার সন্তাান ও পরিবারের ভরণপোষণ কারখানা এবং শ্রম আইন অনুযায়ী পরিশোধ, পহেলা রমজান থেকে কারখানা কর্তৃপক্ষ সকাল ৬ টা থেকে ইফতারের পর রাত ৯টা পর্যন্ত ডিউটি দিয়েছিল। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ডিউটি করব, একেবারেই বিশেষ প্রয়োজন ছাড়া ইফতারির পর কোনো শ্রমিককে ডিউটি করানো যাবে না। ঈদের ছুটিতে যাওয়ার আগে আগামী মাসের ২০ দিনের বেতন এবং ওভারটাইমসহ সকল পাওনা দিয়ে দিতে হবে। ঈদের ছুটি ২৮ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দিতে হবে। এসব প্রতিশ্রæতি মেনে নিলে দুপুর সাড়ে ১২ টায় শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়।
শ্রীপুর উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিজন মালাকার বলেন, নারী শ্রমিক মোছা: জান্নাতুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জয়নুল আলম রিপন বলেন, বিভিন্ন গণমাধ্যমে নিহত শ্রমিক মোছা: জান্নাতুলের বাচ্চা অসুস্থ থাকার বিষয়ে ছুটি না দেওয়ার যে দাবী করা হয়েছে তা সঠিক নয়। প্রকৃত ঘটনা হলো বুধবার সকালে ওই শ্রমিক কারখানায় আসার পথে মহাসড়ক পার হওয়ার সময় অটোরিক্সার সাথে ধাক্কা লেগে সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। পরে কারখানা কৃর্তপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ট্রাক চাপায় নারী শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সাড়ে ৪ ঘন্টা অবরোধ করেছিল শ্রমিকেরা। পরে তাদের দাবী মেনে নিলে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে দুপুর সাড়ে ১২ টা থেকে যান চলাচল শুরু হয়।
প্রসঙ্গত, নিহত শ্রমিক মোছা: জান্নাতুল সকালে কারখানায় আসার পথে মহাসড়ক পার হচ্ছিল। এসময় অটোরিক্সার সাথে ধাক্কা লেগে সড়কে পড়ে গেলে ঢাকাগামী দ্রæত গতির ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে কারখানার অন্যান্য শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হলে চালক ও যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয়।
আরএক্স/