Logo

পুলিশ কনস্টেবলকে কুপিয়ে পালিয়ে গেলেন যুবক, মোটরসাইকেল জব্দ

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৩ জানুয়ারি, ২০২৬, ১৮:৫৩
পুলিশ কনস্টেবলকে কুপিয়ে পালিয়ে গেলেন যুবক, মোটরসাইকেল জব্দ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। পুলিশ সদস্য ইজাউল হক এজাজ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনা ঘটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হালুয়াঘাট পাগলপাড়া বাজারে, যখন পুলিশ টহলে মোটরসাইকেল তল্লাশির কাজ করছিল।

অভিযুক্ত নিলয় (৩২) বর্তমানে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মাদক বাণিজ‍্যের অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নিলয় গভীর রাতে পাগলপাড়া বাজার দিয়ে যাচ্ছিল। এ সময় টহলে থাকা পুলিশ স‍দস‍্যরা তার মোটরসাইকেলটি আটক করে তল্লাশি করে। এতে ক্ষিপ্ত হয়ে নিলয় পেছন থেকে এক পুলিশ স‍দস‍্যকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তবে তার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, “হামলাকারীকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD