মৌলভীবাজার আইনশৃঙ্খলা বাহিনীর যৌথভাবে প্রথম নির্বাচনী টহল শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথভাবে প্রথম নির্বাচনী টহল কার্যক্রম শুরু হয়েছে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল মহোদয়ের নির্দেশনায় শুত্রুবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ টহল কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী যৌথ টহল দল মৌলভীবাজার পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। টহলটি চৌমোহনা পয়েন্ট, কুসুমবাগ পয়েন্ট, বেরীর পাড় পয়েন্ট ও ঢাকা বাসস্ট্যান্ড অতিক্রম করে শ্রীমঙ্গল উপজেলায় প্রবেশ করে।
বিজ্ঞাপন
পরবর্তীতে ভানুগাছ রোড হয়ে কমলগঞ্জ উপজেলা, মুন্সীবাজার ও শমসেরনগর রোড প্রদক্ষিণ শেষে পুনরায় চৌমোহনা পয়েন্টে এসে টহল কার্যক্রম শেষ হয়।
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের মধ্যে আস্থা সৃষ্টি এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই যৌথ নির্বাচনী টহল পরিচালনা করা হচ্ছে।
বিজ্ঞাপন
প্রশাসন সূত্রে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এ ধরনের যৌথ টহল ও সার্বিক নজরদারি কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।








