রামগড়ে রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ

চলমান শীত মৌসুমে দুর্গতদের শীত নিবারণের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে খাগড়াছড়ির রামগড়ে ৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৩ জানুয়ারী) বিকেলে রামগড় উপজেলা যুব রেড ক্রিসেন্ট এর ব্যবস্থাপনায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে উপকার ভোগীর মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন, সাবেক যুব প্রধান ও সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরাম খাগড়াছড়ি ইউনিট সদস্য করিম শাহ।
বিতরণে তিনি বলেন, তীব্র শীতে অসহায় সাধারণ জনগণ যেন কষ্ট না পায় সেজন্য প্রতি বছরের ন্যায় এ বছরও রেড ক্রিসেন্ট শীতবস্ত্র বিতরণ করছে এবং মানবতার সেবায় যুব সদস্য দের এই আত্মত্যাগ আগামীতের অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
উপজেলা ইউনিটের উপদল নেতা-১ মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সঞ্চালনায় উপদল নেতা-২ মোঃ আবু নাছের সহ উপজেলা দলের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।








