Logo

ছুটির দিনে লোকারণ্য বাণিজ্য মেলায় ক্রেতার উপচে পড়া ভিড়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ১৯:১১
ছুটির দিনে লোকারণ্য বাণিজ্য মেলায় ক্রেতার উপচে পড়া ভিড়
ছবি: সংগৃহীত

ঢাকার পূর্বাচলে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর চলমান, আর তৃতীয় ছুটির দিনে মেলা প্রাঙ্গণ ক্রেতা-দর্শনার্থীর পদচারণায় প্রাণভরে উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সরেজমিনে দেখা গেছে, মেলায় ক্রেতা-বিক্রেতা, উদ্যোক্তা ও দর্শনার্থীর উপস্থিতি বিশেষভাবে বেড়েছে।

বিজ্ঞাপন

মেলা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মাসব্যাপী বাণিজ্যমেলার প্রথম দিকে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে ক্রেতা উপস্থিতি কিছুটা কম ছিল। তবে মেলার পঞ্চম দিন থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ধীরে ধীরে জনসমাগম বেড়েছে। বিশেষ করে শুক্রবারের সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

মেলায় দেশি ও বিদেশি স্টল ও প্যাভিলিয়নে বিশেষ অফার ও মূল্যছাড় চলছে। ক্রেতারা এই সুযোগ লুফে নিতে তৎপর।

বিজ্ঞাপন

ক্রেতা শামসুন্নাহার বলেন, “প্রতিবছর সংসারের গুরুত্বপূর্ণ জিনিসপত্র বাণিজ্যমেলা থেকেই কিনি। এক ছাদের নিচে সব পণ্য ছাড় ও অফারে পাওয়া যায়।” আর বন্ধুদের সঙ্গে মেলায় আসা আশরাফ ভূঁইয়া বলেন, “আমরা চার বন্ধু মিলে চারটি ব্লেজার কিনলাম। বিশেষ ছাড়ে পছন্দসই জিনিস কিনতে পেরে আরও কিছু কেনার ইচ্ছা আছে।”

মেলায় অংশ নেওয়া স্টল ম্যানেজাররা জানান, দুপুরের পর থেকে ক্রেতার উপস্থিতি তীব্র হয়। সাকুরা হান্ডি ক্যাপসের ম্যানেজার রাকিব হোসেন বলেন, “শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেলা জনসমুদ্রে রূপ নিয়েছে। বিক্রি ভালো হচ্ছে।”

বিজ্ঞাপন

মেলার ইজারাদার ডিজি ইনফোটেক লিমিটেডের ম্যানেজার আমিনুল ইসলাম হৃদয় বলেন, “শুরুর দিকে শৈত্যপ্রবাহের কারণে জনসমাগম কম থাকলেও সাপ্তাহিক ছুটির দিনে মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলা শেষের দিকে এভাবে ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি খুবই সন্তোষজনক।”

মেলার শেষ পর্যায়ে এসে ক্রেতাদের উপস্থিতি ও বিক্রির উভয় দিকেই এই আন্তর্জাতিক বাণিজ্যমেলা আনন্দময় এবং প্রাণবন্ত হয়ে উঠেছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD