Logo

মাদকের বিরুদ্ধে নিউজ প্রকাশে সাংবাদিককে লাঞ্ছিত

profile picture
জনবাণী ডেস্ক
১৩ মার্চ, ২০২৫, ০৫:৩০
98Shares
মাদকের বিরুদ্ধে নিউজ প্রকাশে সাংবাদিককে লাঞ্ছিত
ছবি: সংগৃহীত

মাদকের বিরুদ্ধে নিউজ প্রকাশে সাংবাদিককে লাঞ্ছিত

বিজ্ঞাপন

জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনের পিছনে মাদকের আখঁড়া শিরোনাম নামে স্থানিয় এক দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

বুধবার (১২ মার্চ) দুপুরে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিসের সহকারী ব্যুরো প্রধান ও মাই টিভির প্রতিনিধি মিঠুন মাহমুদকে ফোন করে নিজ অফিসে ডেকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইউএনও আল আমিনের বিরুদ্ধে। 

বিজ্ঞাপন

স্থানীয় সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ  পত্রিকায় সংবাদ প্রকাশের পর জীবননগর থানা পুলিশ মঙ্গলবার দুপুরে জীবননগর  আম বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে সেখান থেকে বেশ কয়েকটি ড্রাম উদ্ধার করে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে লাঞ্চিতের শিকার দৈনিক সময় সমীকরণের জীবননগর অফিসের সহকারী ব্যুরো প্রধান মিঠুন মাহমুদ  বলেন, গত মঙ্গলবার সময়ের  সমীকরণ পত্রিকার প্রথম পেজে জীবননগর আম বাজারে মাদক বিক্রি হচ্ছে এমন একটি  বিষয়ে  নিউজ হয়েছিল সেই নিউজ কে কেন্দ্র করে ইউএনও সাহেব আমাকে ফোন করে ডাকলে আমি ইউএনও সাহেবের  অফিসে যাই।  অফিসে বসা অবস্থায়   এক পযায় তিনি আমার সাথে খুবই খারাপ আচরণ করেন একপর্যায়ে আমাকে অপমান করে তার অফিস থেকে বের হয়ে যেতে বলেন। আমি বলি এই নিউজটার বিষয় আমি কিছু জানিনা এইটা অফিস থেকে করেছে তারপরও তিনি আমার সাথে বাজে ব্যবহার করেন।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD