আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহ রিয়াদ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৭ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়েনিয়েছিলেন তিনি। এবার একদিনের ক্রিকেটকেও বিদায় জানালেন রিয়াদ। তাই বাংলাদেশের জার্সিতে আর বাইশ গজে দেখা যাবে না অভিঙ্গ এই অলরাউন্ডারকে।
সোমবার (১০ মার্চ) ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নাম ছিল মাহমুদউল্লাহর। তবে নিজেকে সেই তালিকা থেকে সরিয়ে নেন মাহমুদউল্লাহ নিজেই। ফলে ধারণা করা হচ্ছিল, এখানেই শেষ হচ্ছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের অধ্যায়। অবশেষে সেটাই সত্যি হলো।
আরও পড়ুন: ওয়ানডে ক্রিকেট থেকে অবসর মুশফিকের
কুধবার (১২ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ রিয়াদ। যেখানে তিনি লিখেছেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘বিশেষ ধন্যবাদ দিতে চাই, আমার মা-বাবাকে, আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদউল্লাহকে, যে একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকেই আমার পাশে ছিল।’
আরও পড়ুন: হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পেল টাইগাররা
সমৃদ্ধ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা মাঠ থেকে না হওয়া যেকোনো ক্রিকেটারের জন্যই কিছুটা হলেও কষ্টের বিষয়। মাহমুদউল্লাহরও সেই আক্ষেপ নিশ্চয়ই থাকবে। তিনি লিখেছেন, ‘সবকিছুর শেষটা হয়তো সুন্দর হয় না কিন্তু আপনাকে মেনে নিতে হয় এবং সামনে এগিয়ে যেতে হয়। শান্তি...আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’
এমএল/