Logo

হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পেল টাইগাররা

profile picture
জনবাণী ডেস্ক
২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:১৮
55Shares
হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পেল টাইগাররা
ছবি: সংগৃহীত

এদিন জাকের না পারলেও ব্যক্তিগত শতক তুলে নেন তাওহীদ হৃদয়

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে শুরুতেই পাঁচ উইকেট হারায় টিম টাইগার্স। কিন্তু হৃদয় ও জাকেরের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে ভারতকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এদিন জাকের না পারলেও ব্যক্তিগত শতক তুলে নেন তাওহীদ হৃদয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের ষষ্ঠ বলেই সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার। ২ বলে শূন্য রান করে তাকে সঙ্গ দেন শান্ত। এতে ২ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ দল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরতে পারেনি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। ১০ বলে ৫ রান করে ফেরেন তিনি। তবে এক প্রান্ত একাই আগলে রেখে লড়াই করার চেষ্টা করেন ওপেনার ব্যাটার তানজিদ তামিম। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি।

নবম ওভারের দ্বিতীয় বলে কট আউট হন তামিম। পরের বলে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে ডাক আউট করে নিজের জোড়া উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল। এতে দলীয় ৩৫ রানের মাথায় ৫ উইকেট হারায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

এরপর টাইগার শিবিরের হাল ধরেন তাওহীদ হৃদয় ও জাকের আলী। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৮৭ বলে অর্ধশতক তুলে নেন জাকের। অপর প্রান্ত থেকে ৮৫ বলে ফিফটি তুলে নেন তাওহীদ হৃদয়ও। দুজনের ব্যাটে ভর করে ১৫০ রানের কোটা পার করে টাইগাররা।

বিজ্ঞাপন

তবে ৪৩তম ওভারে মোহাম্মদ শামিকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন জাকের আলী। ১১৪ বলে ৬৮ রান করে সাঁজঘরে ফেরেন তিনি। এরপর পিচে এসে ব্যাট চালাতে থাকেন রিশাদ হোসেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। ১২ বলে ১৮ রান করেন এই তরুণ লেগ স্পিনার প্যাভিলিয়নের পথে হাঁটেন।

বিজ্ঞাপন

কিন্তু অপর প্রান্ত একাই আগলে রেখে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান হৃদয়। এদিন পায়ে আঘাত পান হৃদয়। তাই দৌড়ে রান নিতে পারছিলেন না তিনি। তবে ১১৩ বলে শতক তুলে নেন এই তরুণ ব্যাটার।

বিজ্ঞাপন

অপর প্রান্ত থেকে ৬ বলে ৩ রান করে আউট হন তাসিকন। ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে হৃদয় ক্যাচ আউট হলে ২২৮ রানে অলআউট হন শান্ত বাহিনী।

ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। এ ছাড়াও হার্সিত রানা তিনটি এবং অক্ষর প্যাটেল দুই উইকেট শিকার করেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD