ধর্ষণে জেল খাটা বাবার আশ্রম থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
১৪ বছরের এক কিশোরীর দেহ উদ্ধার হল ভারতের উত্তরপ্রদেশের আশারাম বাপুর আশ্রমের গাড়ি পার্ক করার জায়গা থেকে উদ্ধার হয়েছে ওই কিশোরী দেহ।
প্রসঙ্গত, স্বঘোষিত আধ্যাত্মিক গুরু আশারাম বাপু ধর্ষণ কান্ডে এখনও জেল খেটেছেন। এক সময় ওই আশ্রমকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল দেশজুড়ে। সেই আশ্রমেই নিখোঁজ কিশোরীর দেহ কি করে আশ্রম এলাকায় এল, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন। গত ৫ এপ্রিল থেকে ওই কিশোরী নিখোঁজ ছিল বলে পরিবার সূত্রে জানা যায়।
আশ্রমের এক কর্মী পুলিশকে জানিয়েছেন, গাড়ির ভিতর থেকে পঁচা গন্ধ পাচ্ছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই গন্ধের উৎস খুঁজতে গিয়েই কিশোরীর মৃতদেহ চোখে পড়ে তাঁর। পরে তিনি পুলিশে খবর দেন।
এই ঘটনায় জড়িত সন্দেহে আশ্রমের এক কর্মীকে আটক করছে পুলিশ। এবার ও উত্তরপ্রদেশের আশারাম বাপুর আশ্রম থেকে কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এসএ/