৬ জেলার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৫


৬ জেলার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
ফাইল ছবি

ধীরে ধীরে তাপমাত্রার প্রখরতা বাড়তে শুরু করেছে। বেড়েই চলেছে গরমের অনুভূতি। রাজশাহী, ফরিদপুর, ঈশ্বরদী, খুলনা, চুয়াডাঙ্গা ও যশোর জেলাগুলোর ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  


শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


আরও পড়ুন: রমজানের প্রথম দিনে বজ্রসহ বৃষ্টির আভাস


শুক্রবার সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 


শনিবার (১৫ মার্চ) ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।


আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড


বর্ধিত ৫ (পাঁচ) দিনের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। 


এমএল/