ভুট্টার বাম্পার ফলনের আশায় কৃষকরা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৫


ভুট্টার বাম্পার ফলনের আশায় কৃষকরা
ভুট্টা চাষিরা

আবহাওয়া অনুকূলে থাকায় ধানের পাশাপাশি চলতি মৌসুমে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় অধিক পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এবার ভুট্টার বাম্পার ফলনে আশাবাদী কৃষকরা। অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাবেন বলে আশা করছেন।


আরও পড়ুন: কাউনিয়ায় প্রকৃতি রাঙাচ্ছে বসন্তেরকোকিলের ডাক আর শিমুল ফুলের রং


গত বছরের তুলনায় এবার ভুট্টা চাষে কৃষকরা বেশি ঝুঁকে পড়ছেন। ভুট্টা চাষে খরচ কম এবং ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ বেশি পরিলক্ষিত হয়েছে। ভালো ফলনের আশায় উপজেলার কৃষকেরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। কৃষকের পাশাপাশি বসে নেই কৃষি কর্মকর্তারাও। 


শিদলাই গ্রামের কৃষক মো. লিটন সরকার বলেন, আমাদের এখানে ধানের চাষ বেশি। তবে ভুট্টা চাষ লাভজনক হওয়ায় এবার নতুন করে ভুট্টা চাষ শুরু করলাম। ভুট্টা চাষে খরচ একটু বেশি হলেও ফলন ভালো হয় এবং বাজারে দামটাও ভালো পাওয়া যায়। এ কারণে ধানের জমিতে ভুট্টা চাষ করি। আর কৃষি অফিস থেকে যে বীজ ও সার দেওয়া হয়েছে সেই বীজ লাগিয়েছি। এছাড়া প্রনোদনা হিসাবে সারও পেয়েছি। 


আরও পড়ুন: বসন্তের আগমনে প্রকৃতিক সৌন্দর্যে অপরূপ রুপে বৃদ্ধি পেয়েছে বনজুঁই


শিদলাই ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, কৃষি প্রণোদনার আওতায় এলাকায় ভুট্টার আবাদ অনেক বেশি হয়েছে। আশা করছি ভুট্টার বাম্পার ফলন হবে। কৃষি অফিসের পক্ষ থেকে আমরা নিয়মিত কৃষকদের পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়ে আসছি। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, সব ধরনের ফসল উৎপাদনে আমরা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছি। কৃষকরা যেন সহজে কৃষি উপকরণ পায়। বিশেষ করে বীজ ও সার মনিটরিং করছি। এবার ভুট্টার ফলন ভালো হয়েছে এবং বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।


এসডি/