বাংলাদেশের আতিথেয়তায় আমি মুগ্ধ: গুতেরেস


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৫


বাংলাদেশের আতিথেয়তায় আমি মুগ্ধ: গুতেরেস
সংগৃহীত ছবি

বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা ও সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।


আরও পড়ুন: কৃষি সম্প্রসারণের ডিজি ও আওয়ামী পন্থীদের অপসারণ দাবি


শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনকালে গুতেরেস এসব কথা বলেন।


জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বাংলাদেশের আতিথেয়তায় আমি মুগ্ধ। বাংলাদেশের এ সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ। বাংলাদেশ যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, সেজন্য বাংলাদেশের জনগণের উদারতার প্রশংসা করি।’


ঢাকার জাতিসংঘের কর্মীদের উদ্দেশে গুতেরেস ব‌লেন, ‘বাংলাদেশে জাতিসংঘের নিজস্ব কোনো অ্যাজেন্ডা নেই। বাংলাদেশ ও এ দেশের জনগণকে সহযোগিতা করাই আমাদের অ্যাজেন্ডা।’ 


জাতিসংঘ মহাসচিব ঢাকায় জাতিসংঘের নতুন ভবনে ৫০ বছর পূর্তির আলোকচিত্র প্রদর্শনী দেখেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।।


আরও পড়ুন: বুয়েট ছাত্র আবরার হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় রবিবার


এ অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।


এসডি/