বকেয়া বেতন পরিশোধের দাবীতে সিরামিক কারখানা শ্রমিকদের দুই ঘন্টা সড়ক অবেরাধ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৫


বকেয়া বেতন পরিশোধের দাবীতে সিরামিক কারখানা শ্রমিকদের দুই ঘন্টা সড়ক অবেরাধ
শ্রীপুরে সড়ক অবেরাধ

গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস এবং কারখানা খুলে দেওয়ার দাবীতে দুই ঘন্টা শ্রীপুর-মাওনা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোলার সিরামিক কারখানার শ্রমিকেরা। এসময় সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চলাচলকারী যাত্রী ও চালকেরা দুর্ভোগে পড়ে। 


আরও পড়ুন: শ্রীপুরে ফোনে স্ত্রীকে বিদায় বলে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিল স্বামী


সোমবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে আগুন জালিয়ে সড়কের কেওয়া পূর্বখন্ড (নতুন বাজার) তারা বিক্ষোভ মিছিল করে।


আন্দোলনরত শ্রমিকেরা জানায়, চলতি মাসের ১ তারিখে কারখানা কর্তৃপক্ষ লে-অফ ঘোষনার নোটিশ টানিয়ে কারখানা বন্ধ করে দেয়। ফেব্রয়ারি মাসের বেতন রবিবার (১৬ মার্চ) পরিশোধের কথা ছিল। সকালে শ্রমিকেরা বকেয়া বতেন নিতে এসে কারখানা গেইটে পূর্বের টানিয়ে দেওয়া নোটিশ দেখতে পায়নি। নতুন টানানো নোটিশে কারখানা কর্তৃপক্ষ উল্লেখ করে বকেয়া বেতন আগামী এপ্রিল মাসের ৫ তারিখ পরিশোধ করা হবে।


তারা আরো জানান, আমরা এককেজন শ্রমিক ৫ বছর, কেউ কেউ ৭ বছর এবং কেউ কেউ ১০ বছরেরও বেশি সময় এ কারখানায় চাকরি করছি। আমাদের অনেক শ্রমিক সার্ভিস বেনিফিটের টাকা পওনা রয়েছে। ওইসব বকেয়া পরিশোধ না করে কর্তৃপক্ষ হঠাৎ করে কারখানায় বন্ধের নোটিশ টানিয়ে দেয়। পরবর্তীতে বারবার বকেয়া পরিশোধের তারখি দিয়েও পরিাশোধ করছে না। কারখানা মালিক আমাদের সাথে বারবার টাকা পরিশোদের আশ্বাস দিয়ে টালবাহান করছে। তারা বলেন, বেতন ও ঈদ বোনাস না দিলে আমরা ছেলেমেয়ে নিয়ে ঈদ করতে পারব না। অনেক শ্রমিক ভাইয়েরা তাদের ছেলেমেয়েদের স্কুল মাদ্রাসার বেতন না দিতে পেরে তারা প্রথম সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।


কারখানা শ্রমিক তাইজুদ্দিন, মোহসীন, কামাল এবং শাহিদাসহ আন্দোলনরত শ্রমিকেরা জানায়, পূর্ব নির্ধারীত ঘোষণা অনুযায়ী সকালে কারখানায় এসে দেখি বেতন পরিশোধের নতুন তারিখ দিয়ে আবার আরেকটি নোটিশ টানিয়ে দিয়েছে কৃর্তপক্ষ। কারখানা মালিকের এসব টালাবাহানার কারণে আমাদের বকেয়া পাওনাদী পরিশোধের দাবীতে সড়ক অবরোধ করেছি। আমাদের বকেয়া পাওনা পরিশোধ করে কারখানা খোলার দাবী জানান তারা।


আরও পড়ুন: শ্রীপুরে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, শ্রমিকেরা বকেয়া বেতনের দাবীতে সকাল ৯টা থেকে বেলা ১১ টা পর্যন্ত দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে মালিকের সাথে কথা বলে তাদের বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়ার পর শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়ে।


এসডি/