সংবাদ সম্মেলন করে নিজেকে বিএনপি পরিবারের সদস্য দাবি

সামাজিক ও আত্মীয়তার সম্পর্কের কারণে ওই ছবি তুলেছি।
বিজ্ঞাপন
নিজেকে বিএনপি পরিবারের সদস্য দাবি করে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য মো. এনামুল হাসান সিকদার।
বিজ্ঞাপন
শনিবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এনামুল হাসান সিকদার বলেন, অতিব দুঃখের বিষয় একটি কুচক্রী মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ‘আওয়ামী লীগ কর্মী থেকে বিএনপিতে পদ পেয়ে নৈশ্যভোজ অনুষ্ঠান’ করেছি বলে সংবাদ পরিবেশন করিয়েছে। যা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। আমি বিএনপি পরিবারের সন্তান। স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে ঢাকার রাজপথে লড়াই সংগ্রাম করেছি। জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন ও কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন সিকদার জামাল আমাদের আত্মীয় হয়। সেই আত্মীয়তার কারণে তাদের সাথে আমার ছবি রয়েছে তবে কখনো আওয়ামী লীগের রাজনীতি করিনি। সামাজিক ও আত্মীয়তার সম্পর্কের কারণে ওই ছবি তুলেছি।
তিনি আরও বলেন, আমি ছাত্রদল করেছি, যুবদল করেছি। এখন দল আমাকে যোগ্য মনে করে ইউনিয়ন বিএনপির সদস্য পদ দিয়েছে। বিএনপির সদস্য পদ পাওয়ার পরে নৈশ্যভোজ অনুষ্ঠান করিনি। দীর্ঘদিন পর বিদেশ থেকে আমাদের আত্মীয় স্বজনেরা আসার কারণে পারিবারিক ভাবে অনুষ্ঠান করেছি। তা নিয়েও মিথ্যা প্রচার করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-ঢাকা গাজীপুর মহানগর ৩২নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি ও সূর্যমণি ইউনিয়ন বিএনপির স্বনির্ভর মো. সালাহ্ উদ্দিন সুবিন, কালিশুরী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি লিটন সাজ্জাল, কাছিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রুহুল আমিন খান, বিএনপি কর্মী সোহেল খান প্রমূখ।
এসডি/
বিজ্ঞাপন








