বাবাকে কুপিয়ে হত্যা, পালানোর সময় স্টোকে ছেলের মৃত্যু
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৫

শরীয়তপুরে নড়িয়া উপজেলার মুলপাড়া চেরাগ আলী বেপারী কান্দি গ্রামে পারিবারিক কলহের
জেরে পিতা মকবুল মোল্লা (৬৫) কে কুপিয়ে হত্যা করেছে ছেলে রুবেল মোল্লা (৩৩)। পরে ফসলের মাঠ থেকে ঘাতক ছেলে রুবেল মোল্লার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: শরীয়তপুরে বাসের ধাক্কায় ব্যবসায়ীর নিহতর ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
রবিবার (২৪ মার্চ ) ইফতারের পরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় দের ধারনা বাবাকে কুপিয়ে হত্যার পরে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পরে গিয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে গিয়ে মারা যেতে পারে ছেলে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আসলাম উদ্দিন মোল্লা জানায়, পারিবারিক কলহের জেরে রবিবার ইফতারের শেষে মকবুল হোসেন মোল্লা বাড়ির সামনের রাস্তায় আসলে তার আগের ঘরের ছেলে রুবেল মোল্লা তার বাবাকে কুপিয়ে হত্যা আহত করে।স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: শরীয়তপুরে ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৪
খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে একটি ফসলের মাঠে ছেলের লাশ দেখতে পায়। ছেলে রুবের মোল্লার লাশটি উদ্ধার করে সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানে হয়েছে । প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছে বাবাকে হত্যা করার পর পালিয়ে যাওয়ার সময় ফসলের মাঠে পড়ে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছেলের মৃত্যু হতে পারে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এসডি/