শরীয়তপুরে বাসের ধাক্কায় ব্যবসায়ীর নিহতর ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জাজিরা উপজেলার টিএন্ডটি মোড় থেকে ব্যবসায়ীক কাজে ঢাকার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওয়ানা দেন শাকিল মিয়া।
বিজ্ঞাপন
শরীয়তপুরের জাজিরায় বাসের ধাক্কায় শাকিল মিয়া নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। বাসমালিক ও চালকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতর পরিবার ও জাজিরা উপজেলাবাসী।
বিজ্ঞাপন
রবিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা কেন্দ্রীয় কবরস্থানের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে নিহত শাকিল মিয়ার মামা জুয়েল রানা অভি, বড় ভাই রিয়াজ মল্লিক, চাচা সনেট মল্লিক ও এসএম সোহেল রানা বলেন, চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে শাকিল মিয়া বাসের ধাক্কায় মারা যান। বাসটি আস্তে চালালে হয়তো শাকিল মারা যেতেন না। এরআগেও দেখেছি সড়ক দুর্ঘটনায় অনেকেই মৃত্যুবরণ করেছেন তার কোন বিচার হয়নি। জরিমানা দিয়েই বিচার শেষ। অতিদ্রুত ঘাতক বাসমালিক ও চালককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তানা হলে শাকিলের মতো আরও তাজা প্রাণ সড়কে ঝড়বে।
পুলিশ জানায়, গতকাল শনিবার আড়াইটার দিকে জাজিরা উপজেলার টিএন্ডটি মোড় থেকে ব্যবসায়ীক কাজে ঢাকার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওয়ানা দেন শাকিল মিয়া।
বিজ্ঞাপন
জাজিরার গনির মোড় এলাকায় পৌছালে শরীয়তপুর সুপার সার্ভিস নামের একটি বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি পিচ ঢালাই সড়কে পরে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ জানান, আমরা ঘাতক বাসটিকে জব্দ করেছি। এঘটনায় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
বিজ্ঞাপন
এসডি/
বিজ্ঞাপন








