আসন্ন ঈদুল ফিতরে সড়কে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণ ও বিশেষ ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে এক বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ উপলক্ষ্যে বিপুলসংখ্যক মানুষ ঢাকা মহানগর হতে দেশের বিভিন্ন জেলায় নিজ পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে যাবেন।
নির্দেশনার অংশ হিসেবে কিছু সড়কে আগামী মঙ্গলবার (২৫ মার্চ) পর যাত্রীবাহী যানবাহন ছাড়া অন্য বাহন চলাচল না করার আহ্বান জানিয়েছে ডিএমপি।
নির্দেশনায় বলা হয়, ২৫ মার্চ থেকে ঈদের আগের রাত পর্যন্ত ঈদ যাত্রা সংশ্লিষ্ট যানবাহনের চলাচল সুগম করার জন্য জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য যানবাহন সমূহকে কিছু সড়ক এড়িয়ে চলার জন্য বিশেষ অনুরোধ করা হলো।
আরও পড়ুন: একনেকে ২১ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন
এসব সড়কের মধ্যে রয়েছে- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (এয়ারপোর্ট টু আব্দুল্লাপুর), ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী টু সাইনবোর্ড), পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক), ঢাকা-আরিচা মহাসড়ক (মিরপুর রোড: শ্যামলী টু গাবতলী), ঢাকা-কেরানীগঞ্জ সড়ক (ফুলবাড়িয়া টু তাতিবাজার টু বাবুবাজারব্রিজ), ঢাকা-মাওয়া মহাসড়ক (যাত্রাবাড়ী টু বুড়িগঙ্গাব্রিজ), মোহাম্মদপুর বসিলা ক্রসিং হতে বসিলা ব্রিজ সড়ক, আব্দুল্লাপুর টু ধউর ব্রিজ সড়ক।
এ ছাড়া মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তের আলোকে ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে। এ ছাড়া আব্দুল্লাহপুর থেকে ধউর/আশুলিয়া সড়ক একমুখী করা হবে। আর বিআরটি লেন দিয়ে শুধু ঢাকা থেকে যানবাহন বের হবে।
আরও পড়ুন: মাস্তুল ফাউন্ডেশনের কর্মসূচিগুলো দেখে অভিভূত ধর্ম উপদেষ্টা
এ বিষয়ে বিস্তারিত জানিয়ে ডিএমপি বলেছে, ঢাকা-আশুলিয়া মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়কটিতে শুধুমাত্র ঢাকা মহানগর হতে বের হওয়ার জন্য (একমুখী) সব ধরনের যানবাহন চলাচল করবে।
ওই সড়কের আশুলিয়া-ধউর-কামারপাড়া-আব্দুল্লাহপুর হয়ে ঢাকা প্রবেশ করবে এমন যানবাহন সমূহ আশুলিয়া-ধউর-পঞ্চবটি হয়ে মিরপুর বেড়িবাঁধ সড়ক দিয়ে গাবতলী/অন্য এলাকায় প্রবেশ করবে।
এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের এয়ারপোর্ট টু গাজীপুর আসা ও যাওয়ার লেন দুটিতে শুধুমাত্র ঢাকা হতে বের হওয়ার জন্য (একমুখী ডাইভারসন) সব ধরনের যানবাহন ঢাকা হতে জয়দেবপুর চৌরাস্তার দিকে চলাচল করবে। উক্ত বিআরটি এর ঢাকায় প্রবেশের লেনটি দিয়ে কোনো যানবাহন ঢাকা অভিমুখে (ইনকামিং) আসতে পারবে না। মহাসড়কের অন্যান্য লেনের গাড়ি আগের মতো স্বাভাবিকভাবে চলাচল করবে। বিআরটি এর ঢাকা অভিমুখী যানবাহন সমূহ অন্যান্য যানবাহনের সঙ্গে স্বাভাবিক রাস্তায়/লেনে ঢাকায় আগমন করবে।
এমএল/