শেষ মুহূর্তে জমে উঠেছে কেনাকাটা, পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৫

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের খুশিকে আরও দ্বিগুণ করতে শেষ সময়ে নিজের ও প্রিয়জনদের জন্য উপহার কিনতে ব্যস্ত সময় পার করছেন সবাই। বিশেষ করে নগরীর বিপণিবিতানগুলোতে পছন্দের পোশাক কিনতে এ দোকান ও দোকান ঘুরছেন ও দেখছেন নারী ক্রেতারা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) নিউমার্কেট-ইস্টার্ন মল্লিকা মার্কেট সরেজমিনে ঘুরে এমন চিত্রই লক্ষ্য করা গেছে। সকালের দিকে এসব মার্কেটগুলো তুলনামূলক কিছুটা ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ক্রেতা সমাগম।
এবারের ঈদে নারীদের পছন্দের তালিকার সবার প্রথমে রয়েছে পাকিস্তানি পোশাক। সারারা-গারারা নামের এ পোশাক মন কাড়ছে অনেকেরই। একটি পাকিস্তানি সারারা-গারারার সর্বনিম্ন দাম ৭ হাজার টাকা, অপরদিকে দেশীয় তৈরি সারারা-গারারার দাম শুরু হয় ৪ হাজার টাকা থেকে।
আরও পড়ুন: ছুটির দিনে রাজধানীতে জমজমাট ঈদের কেনাকাটা
বিক্রেতারা বলছেন, ক্রেতারা তাদের সামর্থ্য অনুযায়ী পাকিস্তানি বা দেশীয় ভ্যারিয়েন্ট কিনছেন। তবে দুটোর চাহিদাই রয়েছে সমানতালে।
ইস্টার্ন মল্লিকার তুবা ফ্যাশনের কর্মী ফারহান বলেন, এবার সারারা-গারারা বেশি বিক্রি হচ্ছে। দেশি সারারা ৪ হাজার থেকে শুরু, ৬ হাজার টাকা পর্যন্ত আছে। অন্যদিকে পাকিস্তানি সারারা গারারা ৭ হাজার টাকা থেকে শুরু। অন্যান্য পোশাকের তুলনায় এবার এটিই ক্রেতাদের আগ্রহ বেশি।
মার্কেটে কথা হয় জেসমিন জাহান নামে এক ক্রেতার সঙ্গে। তিনি বলেন, ঈদের শপিং করতে এসেছি। পছন্দের মধ্যে সারারা রয়েছে। যদি বাজেটে মিলে যায় কিনে নেব।
আরও পড়ুন: শপিংমল-মার্কেটে ক্রেতাদের উপচেপড়া ভিড়, জমে উঠেছে ঈদের কেনাকাটা
আরেক ক্রেতা জুই আক্তার বলেন, এবারের ঈদেতো বিভিন্ন রকম পোশাক মার্কেটে উঠেছে। তবে সারারা-গারারাটাই গর্জিয়াস বেশি। নিজের জন্য একটা কেনার ইচ্ছে রয়েছে।
বিক্রি হচ্ছে সুতি পোশাকও
বর্তমানে ঠান্ডা ও গরমের মিশ্র আবহাওয়া থাকায় ঈদের জন্য ক্রেতারা ভারী পোশাকের পাশাপাশি নজর দিচ্ছেন আরামদায়ক সুতি পোশাকেও। সুতির থ্রি-পিস-শাড়িও মার্কেট ঘুরে ঘুরে দেখছেন তারা।
ইস্টার্ন মল্লিকার মান্নাত ফ্যাশনের কর্মী আকাশ বলেন, গরমে আরামদায়ক পোশাক হিসেবে সুতি কাপড়ের চাহিদা অনেক বেশি। অনেক ক্রেতাই সুতির থ্রি-পিস কিনছেন।
আরও পড়ুন: ঈদুল ফিতর উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
একেকটা সুতির থ্রি-পিস সাধারণত ৮০০ থেকে ১২০০ টাকার মধ্যে বিক্রি হয়ে থাকে। তাছাড়া নিউমার্কেটে হাজার টাকার মধ্যেই ভালো মানের সুতির শাড়ি কিনতে পারছেন ক্রেতারা।
ইফতি বেগম নামে এক ক্রেতা বলেন, গরমে সুতির কাপড়ই সবচেয়ে আরামদায়ক। তাই সুতির মধ্যে ভালো ডিজাইনের থ্রি-পিস খুঁজছি।
পরিবারের জন্য শপিং করতে আসা আরেক ক্রেতা আরজিনা বলেন, মায়ের জন্য সুতি কাপড়ের থ্রি-পিস কিনেছি। নিজের জন্যও একটা কিনব। ঈদে ঘোরাঘুরির জন্য সুতির কাপড়ই বেস্ট।
এমএল/