ঈদযাত্রায় নন ব্যান্ড বাসের ভাড়াতে অনিয়মের অভিযোগ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৫


ঈদযাত্রায় নন ব্যান্ড বাসের ভাড়াতে অনিয়মের অভিযোগ
ছবি: সংগৃহীত

গাবতলী বাস টার্মিনালে সকাল থেকেই যাত্রীর চাপ কিছুটা লক্ষ্য করা গেছে। টার্মিনালে আসা যাত্রীরা গণমাধ্যমকে জানান, নন ব্যান্ডের বাসগুলো ভাড়াতে নয়-ছয় করছে। ৬০০ থেকে ৭০০ টাকার ভাড়া ৯০০ টাকা নেওয়ার অভিযোগ তাদের।


শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে সরেজমিনে দেখা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি দিনের প্রথম প্রহর থেকে যাত্রীদের কিছুটা চাপ গাবতলী বাস টার্মিনালে লক্ষ্য করা গেছে। নাড়ির টানে বাড়ি যেতে পরিবার পরিজন নিয়ে অনেকেই গাবতলী টার্মিনালে উপস্থিত হয়েছেন। কারো হাতে অগ্রিম টিকিট, আবার কারো হাতে ব্যাগ কিংবা লাগেজ। অনেকের কোলে আদরের সন্তানটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কেউ যাচ্ছেন দিনাজপুর, কেউ যাচ্ছেন যশোর, কেউ বগুড়া কিংবা বেনাপোল। ঈদ যাত্রাকে কেন্দ্র করে সবার মুখে আনন্দের ছাপ দেখা গেছে।


আরও পড়ুন: ঈদ যাত্রায় নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেন, খুশি যাত্রীরা


এদিকে ঈদকে কেন্দ্র করে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য ৪০ আসন বিশিষ্ট বাসের ভাড়া নির্ধারণ করেছে বিআরটিএ। সেখানে দেখা যায়, গাবতলী থেকে বরিশাল ৭১২ টাকা, গাবতলী থেকে পটুয়াখালী ৮১৯ টাকা, গাবতলী থেকে যশোর ৬৭৯ টাকা, গাবতলী থেকে বাগেরহাট ৮৯৩ টাকা, গাবতলী থেকে কালীগঞ্জ ৯৯৩ টাকা, গাবতলী থেকে সাতক্ষীরা ৯২০ টাকা, গাবতলী থেকে বেনাপোল ৭৩০ টাকা, গাবতলী থেকে কুষ্টিয়া ৬৭৬ টাকা ও গাবতলী থেকে মেহেরপুর ৭২৮ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।


যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাবতলীতে থাকা নন-ব্যান্ড বাসগুলো সরকারের নির্ধারিত ভাড়া থেকেও ১০০ থেকে ২০০ টাকা বেশি নিচ্ছে। আবার কেউ ৩০০ টাকাও বেশি নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তবে ব্যান্ডের বাসগুলো অগ্রিম টিকিট বিক্রির কারণে ভাড়া অনেকটাই পূর্বের মতোই রয়েছে। গাবতলী বাস টার্মিনালে ব্যান্ডের বাসগুলো সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে কিছু টাকা কম নিচ্ছে।


আরও পড়ুন: শেষ মুহূর্তে জমে উঠেছে কেনাকাটা, পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক


নওগাঁ যাওয়ার জন্য মো. সাকিল আহমেদ ও তার ভাই সকাল ৮টার দিকে গাবতলী টার্মিনালে এলেও টিকিট পাচ্ছেন না। নিয়মিতভাবে হানিফ পরিবহনে চলাচল করলেও আজ হানিফের টিকিট পাচ্ছেন না। অন্যান্য নন-ব্যান্ডের বাসগুলো ৬৫০ টাকার ভাড়া ৯০০ টাকা চাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


এমএল/