বিয়ের প্রস্তাবে রাজি না হয়ায় প্রেমিকাসহ ৬ নাবালিকার বিষপান, মৃত ৩
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অপমানে ৬ জন নাবালিকা একসঙ্গে আত্মহত্যা চেষ্টার বিরল ঘটনার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের বিহারের আওরঙ্গাবাদ জেলায়।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ৬ নাবালিকা বিষ খায়। এদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। বাকি ৩ জনের অবস্থা আশংকাজনক।
স্থানীয় সূত্রে প্রকাশ, মৃত তিনজনের মধ্যে এক নাবালিকার পছন্দ করত তার পরিচিত এক তরুণকে। যদিও তা ছিল সম্পূর্ন একতরফা। সম্প্রতি ওই তরুণকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয় নাবালিকা। তরুণ সেই প্রস্তাবে অসম্মতি জানান। এরপরেই ওই নাবালিকা এবং তাঁর ৫ বান্ধবী মানসিকভাবে ভেঙে পড়ে। পরে তাঁরা বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে বিহারের আওরঙ্গাবাদ জেলার কসমা থানা এলাকায়। দ্রুত ৬ জনকে নিকটবর্তী সদর হাসপাতালে প্রেরন করা হয়। সেখানেই ৩ জনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের গয়া মগধ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। নাবালিকাদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে।
আওরঙ্গাবাদের এসপি কান্তেশ কুমার মিশ্র সাংবাদিকদের জানান, মৃতদের মধ্যে একটি মেয়ে পছন্দ করত তাঁর দাদার শালককে। শুক্রবার সে পাঁচ বান্ধবীকে সঙ্গে নিয়ে ওই যুবকের সঙ্গে দেখা করে এবং বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু না করে দেয় তরুণ। এরপর সন্ধ্যায় ঘরে ফিরে ক্ষুব্ধ হয়ে নাবালিকা বিষ খায়। পরে তাঁর পাঁচ বান্ধবীও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসন আলাদা করে নজরদারি চালাচ্ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসএ/