টানা নয় দিন ছুটি শেষে চেনা রূপে ফিরেছে রাজধানী
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৫

এবার ঈদের টানা নয় দিনের ছুটি কাটিয়ে আবারও কর্মস্থলে ফিরছেন রাজধানীবাসী। এরই মধ্যে আজ থেকে খুলেছে অফিস-আদালত। ফলে একদিকে যেমন শুরু হয়েছে কর্মব্যস্ততা, অন্যদিকে নগরীও ফিরেছে তার চিরচেনা রূপে।
রবিবার (৬ এপ্রিল) রাজধানীর বাংলামটর, শাহবাগ, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি সড়ক ঘুরে ও গুগল ম্যপের সহযোগিতায় যানজটের এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, ঈদের ছুটি চলাকালীন রাস্তায় গণপরিবহনের উপস্থিতি কম থাকলেও আজ প্রথম কর্মদিবসেই রাজধানীর প্রধান প্রধান সড়কে দীর্ঘ যানজট দেখা গেছে। তবে সকাল সাড়ে ৮টার পর থেকে সড়কে গণপরিবহনের উপস্থিতি সীমিত থাকায় অফিসগামী মানুষের উপচেপড়া ভিড় ছিল। সে সময় যানজটের দেখা না মিললেও বেলা বাড়তেই শুরু হয় যানজট।
এদিকে অফিস-আদালত শুরু হওয়ায় দীর্ঘ ছুটি শেষে যানবাহনে যাত্রীর পূর্ণতায় খুশিভাব প্রকাশ করছেন পরিবহন শ্রমিকরা। রাইদা পরিবহনের চালকের সহকারী জান্নাতুর রহমান বলেন, এতদিন ছুটির পর আজ অফিস শুরু হয়েছে। আমরাও যাত্রী মোটামুটি ভালোই পাচ্ছি। এই ছুটির মধ্যে একদিনও গাড়ির সব সিটে যাত্রী পাইনি। খালি গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে। আর এখন দেখেন গেটেও জায়গা দিতে পারছি না।
তুরাগ পরিবহনের চালকের সহকারী মোহন বলেন, ছুটির দিনে রাস্তায় কোথাও যাত্রী ছিল না। গাড়ি নিয়ে শেষ স্টপেজ পর্যন্ত চলে গেছি কিন্তু গাড়ির সব সিটের মানুষ পাইনি। আর আজ এক স্টপেজ থেকেই গাড়ি ফুল হয়ে গেছে। যাত্রী নেওয়ার জায়গা নেই। গেটে পর্যন্ত মানুষ ঝুলছে। গাড়িতে ওঠার জায়গা নেই, নিষেধ করছি কিন্তু তবুও গেটে ঝুলছে।
আরএক্স/