বিশ্বে সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় বাংলাদেশ ৪৭তম


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৫


বিশ্বে সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় বাংলাদেশ ৪৭তম
ফাইল ছবি

বাংলাদেশ বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় ৪৭তম স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ইউএস নিউজ এ তালিকা করেছে। তালিকায় দেখা গেছে, বাংলাদেশ আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকেও পেছনে ফেলেছে। 


তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও জার্মানির অবস্থান রয়েছে। পত্রিকাটি জানিয়েছে, বৈশ্বিক নীতিনির্ধারণী পর্যায়ে থাকা এবং নিয়মিত সংবাদের শিরোনাম হওয়া ও অর্থনীতিতে জোরালো ভূমিকা রাখার বিষয় বিবেচনা করে তালিকা প্রকাশ করা হয়েছে।


আরও পড়ুন: বিনিয়োগের এত অনুকূল পরিবেশ কখনো ছিল না: প্রধান উপদেষ্টা


তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। দেশটির অবস্থান ১২তম। তবে এ তালিকায় পাকিস্তান কিংবা ভুটান, মালদ্বীপের মতো দেশ স্থান পায়নি।


ইউএস নিউজ জানিয়েছে, বিশ্বে এমন কিছু দেশ রয়েছে, যারা প্রতিনিয়ত আন্তর্জাতিক শিরোনামে উঠে আসে, বৈশ্বিক নীতিনির্ধারকদের আলোচনায় স্থান পায় এবং আন্তর্জাতিক অর্থনীতির ধারা নির্ধারণ করে। এ দেশগুলোর পররাষ্ট্রনীতি, সামরিক বাজেট এবং কূটনৈতিক অঙ্গীকারের ওপর নজর রাখে গোটা বিশ্ব। এদের প্রতিশ্রুতি আন্তর্জাতিক মহলে কখনো আস্থা, কখনো ভয়ের জন্ম দেয়। মূলত এই দেশগুলোই বিশ্বমঞ্চে নিজেদের শক্তি ও প্রভাব বলয়ে রেখেছে।


আরও পড়ুন: রেলওয়ে প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করত হবে


পাওয়ার সাবর‌্যাকিং অনুযায়ী, একটি দেশের ‘ক্ষমতা’ নির্ধারণে ৬টি বৈশিষ্ট্য সমানভাবে বিবেচনা করা হয় : এগুলো হলো বিশ্ব নেতৃত্বে ভূমিকা, অর্থনৈতিক প্রভাব, শক্তিশালী রপ্তানি খাত, রাজনৈতিক প্রভাব, আন্তর্জাতিক জোট ও মিত্রতা এবং শক্তিশালী সামরিক বাহিনী।


এই সূচকের তথ্য অনুযায়ী, যেসব দেশ এই বৈশিষ্ট্যগুলোতে এগিয়ে রয়েছে, তারাই বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর হিসেবে বিবেচিত হচ্ছে।


এমএল/