Logo

শেখ হাসিনাকে আশ্রয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, জানাল ভারত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর, ২০২৫, ২৩:৫০
14Shares
শেখ হাসিনাকে আশ্রয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, জানাল ভারত
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ফেরত চাওয়ার প্রেক্ষাপটে ঢাকার রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যু ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন ওই সংসদীয় কমিটি ভারতের সংসদে একটি প্রতিবেদন উপস্থাপন করে। প্রতিবেদনে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত (স্ট্র্যাটেজিক) চ্যালেঞ্জ তৈরি করেছে।

এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে পরিস্থিতি সরাসরি বিশৃঙ্খলা বা চরম নৈরাজ্যের দিকে না গেলেও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় ভারতকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের কূটনৈতিক ও কৌশলগত অবস্থান নতুন করে পর্যালোচনার সুপারিশ করেছে কমিটি।

বিজ্ঞাপন

রিপোর্টে একদিকে যেমন ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে ‘মানবিকতার দৃষ্টিভঙ্গি’ থেকে নেওয়া সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে, তেমনই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে নজর দেওয়ার কথাও বলা হয়েছে।

পাশাপাশি ‘মৌলবাদী শক্তি’র পুনরুত্থান এবং ঢাকায় চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাবের দিকে ইঙ্গিত করা হয়েছে ওই রিপোর্টে।

প্রসঙ্গত, ‘ফিউচার অব ইন্ডিয়া-বাংলাদেশ রিলেশনশিপ’ (ভারত-বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ) শীর্ষক ওই রিপোর্ট এমন সময়ে প্রকাশ্যে এসেছে, যখন দুই দেশের সম্পর্কের মধ্যে আরও একবার টানাপোড়েন দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD