Logo

শান্তি আলোচনার জন্য ইউক্রেন প্রস্তুত নয়: পুতিন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর, ২০২৫, ১৬:১৭
5Shares
শান্তি আলোচনার জন্য ইউক্রেন প্রস্তুত নয়: পুতিন
ছবি: সংগৃহীত

প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসানে শান্তি আলোচনার জন্য ইউক্রেন প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজের বার্ষিক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন।

তিনি বলেন, মস্কো বিশ্বাস করে না যে, ইউক্রেন শান্তি আলোচনার জন্য প্রস্তুত। পুতিন বলেন, ২০২৪ সালে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে নীতিমালা তিনি তুলে ধরেছিলেন, তার ভিত্তিতে ইউক্রেনে সংঘাত শান্তিপূর্ণভাবে শেষ করতে মস্কো প্রস্তুত ও আগ্রহী রয়েছে।

বিজ্ঞাপন

রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেন, রুশ সৈন্যরা ইউক্রেনে পুরো ফ্রন্টলাইনজুড়ে অগ্রসর হচ্ছে এবং রুশ বাহিনীর সাম্প্রতিক ভূখণ্ড দখলের অগ্রগতির প্রশংসা করেন তিনি।

মস্কোতে অনুষ্ঠিত বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘‘আমাদের সৈন্যরা পুরো সীমান্তজুড়ে অগ্রসর হচ্ছেন... শত্রুপক্ষ সব দিকেই পিছু হটছে।’’

এদিকে, শুক্রবার ইউক্রেন বলেছে, রাশিয়ার কাছ থেকে এক হাজারের বেশি মরদেহ ফেরত পেয়েছে কিয়েভ। মস্কো বলেছে, এসব মরদেহ ইউক্রেনের সেনাসদস্যদের। রুশ সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে ইউক্রেনীয় ওই সৈন্যরা নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

ইউক্রেনের যুদ্ধবন্দি বিষয়ক সমন্বয় সদরদপ্তর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‌‌‘‘আজ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইউক্রেনের সেনাসদস্যদের চিহ্নিত ১ হাজার ৩টি মরদেহ ইউক্রেনে ফেরত দেওয়া হয়েছে।’’ সূত্র: রয়টার্স।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD