Logo

দুবাইয়ে ঝড়-বৃষ্টির মধ্যে বুর্জ খলিফায় বজ্রপাত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর, ২০২৫, ১৪:৩৭
9Shares
দুবাইয়ে ঝড়-বৃষ্টির মধ্যে বুর্জ খলিফায় বজ্রপাত
ছবি: সংগৃহীত

দুবাইয়ে টানা বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার মধ্যে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত হয়েছে। ঘটনাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতৌম।

বিজ্ঞাপন

গতকাল থেকে দুবাইয়ে ভারী বর্ষণ ও দমকা হাওয়া শুরু হয়। এ সময় ঝড়ের মধ্যেই বুর্জ খলিফার চূড়ায় বজ্রপাত ঘটে। তবে এতে ভবনটির কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় বিশেষ সুরক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখেই ভবনটির নকশা তৈরি করা হয়েছে।

ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে ক্রাউন প্রিন্স দুবাইয়ের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, সামনে আরও বৃষ্টিবহুল দিন আসতে পারে, তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে।

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া সংস্থা ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, লোহিত সাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে দুবাইয়ে এই ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

উল্লেখ্য, ১৬৩ তলা বিশিষ্ট বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। এর উচ্চতা প্রায় ২ হাজার ৭১৭ ফুট।

বিজ্ঞাপন

সূত্র: গালফ নিউজ

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD