ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি ২৪ হাজার পাকিস্তানি ফেরত পাঠিয়েছে

ভিক্ষাবৃত্তির অভিযোগে চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ২৪ হাজার পাকিস্তানি নাগরিককে সৌদি আরব নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এছাড়া সংঘবদ্ধ ভিক্ষুকদের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে চলতি বছর অন্তত ৬৬ হাজার পাকিস্তানি যাত্রীকে বিমানবন্দর থেকে বিদায় দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)-এর বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এফআইএ’র তথ্য অনুযায়ী, ভিক্ষাবৃত্তির অভিযোগে ২০২৫ সালে সৌদি থেকে ২৪ হাজার, দুবাই থেকে ৬ হাজার এবং আজারবাইজান থেকে ২ হাজার ৫০০ জন পাকিস্তানি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।
এফআইএ’র মহাপরিচালক রিফাত মুখতার এএফপিকে বলেন, “নাগরিকদের ভিক্ষাবৃত্তির প্রবণতার কারণে আন্তর্জাতিকভাবে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই নয়, আফ্রিকা ও ইউরোপেও পাকিস্তানি নাগরিকদের একাংশ ‘ভিক্ষুকচক্র’ গড়ে তুলেছে— এমন অভিযোগ সরকার পেয়েছে।”
বিজ্ঞাপন
উল্লেখ্য, বিভিন্ন ভিসায় অবস্থানকাল শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান এবং ভিক্ষাবৃত্তির অভিযোগে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানিদের ভিসা প্রদান বন্ধ করেছে। ২০২৪ সালে সৌদি আরবও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ইসলামাবাদকে অভিযোগ জানিয়েছিল।
চলতি বছর ইসলামাবাদকে সতর্কবার্তা দিয়ে রিয়াদ জানিয়েছে, যদি পাকিস্তানি সরকার বিষয়টি দ্রুত সমাধান না করে, তাহলে আগামী বছর পাকিস্তানি ওমরা ও হজযাত্রীদের ভিসা প্রদানের ক্ষেত্রে গুরুতর প্রভাব পড়তে পারে।








