Logo

আলজাজিরার বিশ্লেষণ: হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহতার ইঙ্গিত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর, ২০২৫, ২১:৪৩
16Shares
আলজাজিরার বিশ্লেষণ: হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহতার ইঙ্গিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশি মানবাধিকার আইনজীবী তাকবির হুদা বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং এর পরপরই দেশে ছড়িয়ে পড়া সহিংসতা বাংলাদেশের রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় এক ভয়াবহ মোড়ের ইঙ্গিত দিচ্ছে।

বিজ্ঞাপন

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকবির হুদা বলেন, বাংলাদেশে আগ্নেয়াস্ত্র দিয়ে সহিংসতা খুবই বিরল। সেই প্রেক্ষাপটে হাদিকে গুলি করে হত্যা করা নজিরবিহীন এবং এটি দেশের রাজনীতিতে এক ‘ভীতিকর টার্নিং পয়েন্ট’।

তিনি আরও বলেন, হাদির মৃত্যুর পর যা ঘটেছে, তা আরও উদ্বেগজনক। এক রাতের মধ্যেই দেশের সবচেয়ে পুরোনো ও বৃহৎ কয়েকটি সংবাদপত্রের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে, যা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার ওপর বড় ধরনের আঘাত।

বিজ্ঞাপন

তাকবির হুদার মতে, আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে পড়ার পরও আইনশৃঙ্খলা বাহিনী এসব হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। এটি স্পষ্ট করে যে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তী সরকার এখনো নিরাপত্তা সংস্থাগুলোর ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।

তিনি বলেন, অনেক বক্তব্য ও অবস্থান নেওয়া হয়েছে, কিন্তু মাঠপর্যায়ে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় তেমন অগ্রগতি দেখা যায়নি। এক বছরের বেশি সময় পার হয়ে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কোনো অজুহাত থাকতে পারে না।

বিজ্ঞাপন

তাকবির হুদা আরও উল্লেখ করেন, সাম্প্রতিক ঘটনাগুলো শুধু এক রাতের সহিংসতার মধ্যে সীমাবদ্ধ নয়; পুরো বছরজুড়েই বিভিন্ন স্থানে গণহিংসার ঘটনা ঘটেছে, যা দেশের নিরাপত্তা ও শাসনব্যবস্থা নিয়ে গভীর প্রশ্ন তুলছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD