সম্মান পেলে ইউক্রেনের পর আর কোনো যুদ্ধ করবে না রাশিয়া

যদি রাশিয়াকে প্রাপ্য সম্মান দেওয়া হয়, তাহলে ইউক্রেনের পর আর কোনো যুদ্ধে জড়াবে না রাশিয়া—এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউরোপের অন্যান্য দেশের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনার অভিযোগকে ‘ননসেন্স’ বা সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করেছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (১৯ ডিসেম্বর) বছরের শেষ ব্রিফিংয়ে অংশ নেন রুশ প্রেসিডেন্ট। এ সময় বিবিসির এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ইউক্রেনের বাইরে অন্য কোনো অঞ্চলে রাশিয়া আবার ‘বিশেষ সামরিক অভিযান’ চালাতে পারে কি না।
জবাবে পুতিন বলেন, “যদি আপনারা আমাদের সম্মান করেন তাহলে আর কোনো অভিযান হবে না। আমরা যেমনটা আপনাদের সম্মান করার চেষ্টা করছি, আপনারাও যদি এমন সম্মান করেন তাহলে আর অভিযান হবে না।”
বিজ্ঞাপন
এরআগে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট জানান, রাশিয়া ইউরোপের বিরুদ্ধে কোনো যুদ্ধের পরিকল্পনা করছে না। কিন্তু যদি যুদ্ধ বাঁধে তাহলে লড়াই করতে রাশিয়া প্রস্তুত আছে।
এছাড়া তিনি শর্ত দেন “যদি ন্যাটোর পূর্বাঞ্চলীয় সম্প্রসারণ নিয়ে ইউরোপ কোনো প্রতারণা না করে তাহলে আমরা যুদ্ধ করব না।”
সূত্র: বিবিসি
বিজ্ঞাপন








