রায়পুরে বিএনপির ১৬ নেতাকর্মী আজীবন বহিষ্কার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৫

রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের সাইজ উদ্দিন দেওয়ানের মৃত্যু ও পরবর্তী এলাকায় তার বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনসমূহের একটি জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: রায়পুরে ভবন নির্মাণে অনিয়ম, আইন প্রয়োগে মেয়রকে অপবাদ
উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত ওই সভায় ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১৬ জন নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজীবনের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও ঘোষণা দেওয়া হয়।
বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন: মেহেদী কবিরাজ, এবাদ উল্যা গাজী (সভাপতি, ৭নং ওয়ার্ড বিএনপি), ফারুক সর্দার, শফিক রাড়ী (সাধারণ সম্পাদক), আরিফ (সভাপতি), ফারুক গাজী (স্বেচ্ছাসেবকদল), রায়হান (স্বেচ্ছাসেবকদল), আল আমিন কবিরাজ (স্বেচ্ছাসেবকদল), ওমর আলী হাওলাদার (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), মানিক আহাম্মদ তারেক (আহ্বায়ক), নজরুল ইসলাম, শরিফ বাগ (যুবদল), কাশেম বেপারী (যুবদল), শাহ জাহান মাঝী (যুবদল), শাহ আলী (সভাপতি, ২নং ইউনিয়ন কৃষকদল) এবং জি. এম. শামিম (রায়পুর উপজেলা কৃষকদল)।
সভায় প্রয়াত সাইজ উদ্দিন দেওয়ানের আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতিও সহমর্মিতা জানানো হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম (মিঠু) বলেন, পূর্বে একাধিকবার সতর্ক করার পরেও কিছু নেতাকর্মী দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় আমরা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এসময় রায়পুর উপজেলা বিএনপি পক্ষ থেকে দলীয় পেড়ে বহিষ্কৃতদের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সব ধরনের সম্পর্ক পরিহারের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ এই নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: রায়পুরে প্রকাশ্য বিক্রি হচ্ছে নিষিদ্ধ জাটকা ইলিশ
সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সালেহ আহম্মদ, সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা।
এসডি/