সিদ্ধিরগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ১১ই এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পুকুরপাড় থেকে বস্তাবন্দী অবস্থায় এক শিশুসহ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহগুলো অজ্ঞাতনামা এবং প্রত্যেকটি খণ্ড-বিখণ্ড অবস্থায় ছিল, যা এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শিবপুরে ধর্ষকের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিলো বিক্ষুদ্ধ জনতা
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম তিনটি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বস্তাবন্দি অবস্থায় তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই নারীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, এদের ছুরিকাঘাত এবং শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: সোনারগাঁ পানাম সিটি পরিদর্শনে দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধি দল
লাশের পরিচয় জানতে পুলিশ কাজ করছে জানিয়ে ওসি বলেন, থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে রয়েছে।
স্থানীয়রা জানান, মিজমিজি এলাকার একটি পুকুরে স্থানীয়রা বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এমএল/