সোনারগাঁ পানাম সিটি পরিদর্শনে দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধি দল


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৫


সোনারগাঁ পানাম সিটি পরিদর্শনে দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধি দল
ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছেন দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল।


আরও পড়ুন: সোনারগাঁয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে এলাকাবাসীর গণপিটুনি


বুধবার (১০ এপ্রিল) বিকেলে প্রতিনিধি দলটি পানাম সিটিতে পৌঁছালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান। 


এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাগন।


পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কোরিয়ান প্রতিনিধিদলকে পানাম সিটির বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা ঘুরিয়ে দেখান এবং পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। 


আরও পড়ুন: সোনারগাঁয়ে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের পর নারীকে গণধর্ষণ, গ্রেফতার ১


এসময় কোরিয়ার প্রতিনিধি দলের প্রধান পানাম সিটির নান্দনিক কারুকার্য ও স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হয়ে একে মানব সভ্যতার ইতিহাসে এক অসাধারণ নিদর্শন হিসেবে অভিহিত করেন। 


এসডি/