Logo

সোনারগাঁয়ে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের পর নারীকে গণধর্ষণ, গ্রেফতার ১

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৩৫
27Shares
সোনারগাঁয়ে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের পর নারীকে গণধর্ষণ, গ্রেফতার ১
ছবি: সংগৃহীত

ভূক্তভোগী ওই নারী বাদী হয়ে ৮ জনকে আসামী করে বুধবার রাতে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করে

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই ও নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় পৌর সভার দৈলেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী ওই নারী বাদী হয়ে ৮ জনকে আসামী করে  বুধবার রাতে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এঘটনায় পুলিশ গণধর্ষণ মামলার প্রধান আসামী মো. সজিবকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সজিব উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে। 

সোনারগাঁ থানায় দায়ের করা মামলা থেকে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার ৪০ বছর বয়সী ওই ভূক্তভোগী নারী বিভিন্ন অনুষ্ঠানে সহকারী বাবুর্চির কাজ করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তার দেবর কামাল হোসেনকে নিয়ে মদনপুর এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বোনকে দেখে ওই নারী ও তার দেবর সিএনজি যোগে রাতে সোনারগাঁয়ের কৃষ্ণপুরা এলাকায় উদ্দেশ্যে তার খালাতো ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য রওনা দিলে পথে রাত সাড়ে ১১টার দিকে চিলারবাগ এলাকায় গ্রেফতারকৃত আসামী সজিবের নেতৃত্বে  মো. হাসান, মো. আকাশ, মো. অয়ন, ফরিদ ওরফে বোম ফরিদ, সাকিব, সোহান ওরফে জঙ্গী সোহান ও সজিব ওরফে ব্লেড সজিব তাদের বহনকারী সিএনজি গতিরোধ করে দেশীয় অস্ত্র ঠেকিয়ে দৈলেরবাগ এলাকার লাল মিয়ার পরিত্যক্ত টিনশেড বাড়িতে নিয়ে যায়। 

বিজ্ঞাপন

এসময় তাদের মারধর করে নগদ ১৬ হাজার টাকা ও নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়। পরে অন্য একটি কক্ষে ওই নারীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে।

বিজ্ঞাপন

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুয়েত প্রবাসীর গাড়িতে ছিনতাইকালে সজিবকে গ্রেফতার করে পুলিশ। পরে সজিবের গ্রেফতারের খবরে ওই নারী থানায় এসে হাজতে তাকে দেখে চিনতে পারে ওই নারী বাদী হয়ে রাতে সজিবকে প্রধান আসামী করে ৮জনের নামে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, গণ ধর্ষণের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভূক্তভোগী ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD