Logo

সোনারগাঁয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে এলাকাবাসীর গণপিটুনি

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মার্চ, ২০২৫, ০৪:৩২
61Shares
সোনারগাঁয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে এলাকাবাসীর গণপিটুনি
ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে

বিজ্ঞাপন

মাগুরার শিশু আছিয়ার মৃত্যুতে দেশবাসীর চোখের পানি ঝড়ার আগেই নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এঘটনায়  মনসুর আলী (৩৫) নামে এক নরপিচাশকে আটক করেছে এলাকাবাসী।  

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ মার্চ ) সন্ধায় উপজেলার কাঁচপুর পুরান বাজার রংপুর গলি এলাকায় এসহাকের বাড়িতে এ ঘটনাটি ঘটে। পরে একই দিন দিবাগত রাত ১১ টার দিকে শিশুটির বাবা-মা বিষয়টি জানতে পারে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, ধর্ষণের চেষ্টার শিকার ওই শিশুটির মা-বাবা দুজনেই গার্মেন্টসে কাজ করেন। মেয়ের নিরাপত্তায় কাজে যাওয়ার সময় শিশুটিকে দেখে রাখার জন্য এক কাজের মহিলার কাছে রেখে যান। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তারা বাড়ির কাজের বুয়ার কাছে রেখে কাজে চলে যান। কাজ শেষে বাড়িতে ফিরলে রাত এগারোটার দিকে ওই শিশু নিজেই তার বাবা মায়ের কাছে তার সাথে হওয়া ঘটনা জানায়।

বাড়িতে বাবা-মা না থাকার পাশাপাশি বুয়াও বাড়ি না থাকার সুযোগে ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে মনসুর। 

বিজ্ঞাপন

পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে এলাকাবাসী ধর্ষক মনসুর আলীকে আটক করে গণধোলাই দিলে নিজেই তার অপরাধের কথা স্বীকার করে, পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

মানসুর আলী রংপুর জেলার,কোতোয়ালি থানার কাটাবাড়ি গ্রামের বাসিন্দা। বর্তমানে তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) সামরুল হোসেন বলেন, বাচ্চার বাবা-মা কাজ শেষে বাসায় ফিরে আসার পর তাদের কাছে বিষয়টি শিশু জানায়। পরে বাবা-মা অভিযুক্তকে জিজ্ঞেস করলে ধর্ষণ চেষ্টার কথা স্বীকারোক্তিও দেয় এবং এযাত্রায় তাকে ক্ষমা করে দিতে বলেন। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার এ ঘটনা সম্পর্কে বাড়ির মালিকসহ স্থানীয়দের জানালে তারা গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD