Logo

ট্রাম্পের শুল্কারোপের পর এবার এশিয়া সফরে চীনা প্রেসিডেন্ট

profile picture
জনবাণী ডেস্ক
১৩ এপ্রিল, ২০২৫, ২৪:২৭
53Shares
ট্রাম্পের শুল্কারোপের পর এবার এশিয়া সফরে চীনা প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

সে জন্য ইতোমধ্যে বড় ধরনের শুল্ক পরিকল্পনার ঘোষণা দিয়েছেন তিনি

বিজ্ঞাপন

চীনের সঙ্গে স্মরণকালের সবচেয়ে বড় বাণিজ্যযুদ্ধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর মার্কিন অর্থনীতির আধিপত্যের জায়গা আবার ফিরিয়ে আনতে চাইছেন। সে জন্য ইতোমধ্যে বড় ধরনের শুল্ক পরিকল্পনার ঘোষণা দিয়েছেন তিনি। বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ওপর ১০ শতাংশ থেকে শুরু করে ১৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখানে মূলত টার্গেট করা হয়েছে চীনকে।

ট্রাম্প চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। অন্যান্য দেশের ওপর আরোপ করা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলেও চীনরে ওপর ধার্য শুল্ক ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই চাপে হার না মেনে পাল্টা শুল্ক আরোপ করেছে চীনও। ফলে দুদেশের মধ্যে জটিল এক বাণিজ্যযুদ্ধের সূত্রপাত ঘটেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বেইজিং একদিকে বাণিজ্যিকভাবে ট্রাম্পকে মোকাবিলা করতে চাচ্ছে, একইসঙ্গে যুক্তরাষ্ট্রের রোষানলে পড়া দেশগুলোকে নিয়ে নতুন একটি পরিকল্পনা সাজাতে চাইছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করতে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এশিয়ার তিনটি দেশই ট্রাম্পের ঘোষিত বড় ধরনের ‘পাল্টাপাল্টি শুল্কে’র আওতায় পড়েছে।

বার্তায় বলা হয়েছে, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তো লামের আমন্ত্রণে আগামী সোম ও মঙ্গলবার (১৪ থেকে ১৫ এপ্রিল) পর্যন্ত ভিয়েতনামে রাষ্ট্রীয় সফর করবেন শি জিনপিং। এ ছাড়া মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার ও কম্বোডিয়ার রাজা নরোদম সিহামোনির আমন্ত্রণে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার (১৫ থেকে ১৮ এপ্রিল) পর্যন্ত মালয়েশিয়া ও কম্বোডিয়ায় রাষ্ট্রীয় সফর করবেন চীনা প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে ট্রাম্পের শুল্কনীতি নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই এবার চীনে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। জানা গেছে, কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে আগামী জুলাই মাসে চীনে শীর্ষ সম্মেলনে মিলিত হবেন ইউরোপীয় নেতারা। শুক্রবার (১১ এপ্রিল) ইউরোপীয় কাউন্সিলের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

কাউন্সিলের ওই মুখপাত্র বলেন, সম্মেলনের তারিখ নির্ধারণের জন্য আমরা চীনের সঙ্গে সমন্বয় করছি। আশা করা হচ্ছে, এটি জুলাইয়ের দ্বিতীয়ার্ধে চীনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উচ্চ হারে শুল্ক আরোপের পদক্ষেপকে ‘একতরফা উৎপীড়ন’ হিসেবে আখ্যায়িত করেন। এই শুল্ক ব্যবস্থা প্রতিরোধে তিনি ইউরোপীয় ইউনিয়নকে বেইজিংয়ের সঙ্গে হাত মেলানোর জোর আহ্বান জানান। সূত্র: এএফপি

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD