মার্চ ফর গাজা কর্মসূচির পর আবসিক হোটেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৫

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় কয়েকটি আবাসিক হোটেলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: গাজীপুরের সাফারি পার্ক থেকে আফ্রিকান লেমুর চুরি
শনিবার (১২্ এপ্রিল) ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মিছিল শেষে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এসব আবাসিক হোটেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের কর্মসূচি শেষে কিছু অংশগ্রহণকারী কোনাবাড়ির বিভিন্ন আবাসিক হোটেলে প্রবেশ করে। এ সময় তারা স্থানীয়ভাবে পরিচিত কিছু হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে ভাঙচুর চালায়, কয়েকটি হোটেলের আসবাবপত্র রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়। জানালাসহ হোটেলগুলোর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনের পাওয়ার কারে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ
এ বিষয়ে কোনাবাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি, তবে পুলিশ জানায়, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
এসডি/