ফুঁসে উঠেছে শ্রীলংকা, রাজপথে সরকারবিরোধী বিশাল সমাবেশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
শ্রীলংকার ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটের জন্য গোটাবায়ে রাজপাকসে সরকারের পদত্যাগ দাবি করে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) রাতে কলম্বোতে প্রেসিডেন্ট গোটাবায়ের কার্যালয়ের সামনে দশ হাজারের বেশি মানুষ বিক্ষোভ সমাবেশ অংশ নেয় এবং অবিলম্বে সরকারের পতনের দাবিতে শ্লোগান দেয়।
১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর শ্রীলংকা সবচেয়ে বড় দুঃসময় পার করছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ, খাদ্য ও জ্বালানি সংকট এবং নিত্যপণ্যের হাহাকারে জর্জরিত দেশটির মানুষ।
শ্রীলংকার অর্থনৈতিক সংকটের জন্য রাজাপাকসে পরিবারকে দায়ি করে অনেক দিন ধরেই প্রতিবাদ করছে দেশটির মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিবাদ আরও বড় হচ্ছে।
শনিবার রাতের সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশটি সংগঠিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ব্যাপক সাড়া পাওয়া যায়।
রাত নেমে আসতেই বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবনের সামনে জড়ো হতে থাকেন। এক সময় সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। নারী-পুরুষ নির্বিশেষে সবাই এতে যোগ দেয়।
কলম্বোর সমুদ্র তীরে প্রেসিডেন্টের ঔপনিবেশিক আমলের কার্যালয়ের সামনের এলাকা এক সময়ে কানায় কানায় ভরে উঠে। এ সময় তারা গোটাবায়ের বিরুদ্ধে সমস্বরে শ্লোগান দেয়।
এদিকে, রাজাপাকসে সরকারের বিরুদ্ধে লঙ্কার সাধারণ নাগরিকরা ফুঁসে ওঠার পর এখন দেশটির ব্যবসায়ী সমাজও তাদের সমর্থন তুলে নিতে শুরু করেছেন।
এসএ/