শোবিজ অঙ্গনের তারকাদের নববর্ষ উদযাপন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৫

বাংলা ১৪৩২ সনের প্রথম দিন পহেলা বৈশাখ। আজকের এই দিনটি বাঙালি জাতির সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ একটি। আনন্দঘন পরিবেশে নতুন বছরকে বরণ করতে বিভিন্ন বয়সি নারী-পুরুষ, শিশু-কিশোরদের বিভিন্ন প্রস্তুতি। দিনটি দেশের বিনোদন জগতের তারকারও উদ্যাপন করছেন একেবারেই নিজেদের মতো করে। যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করছেন তারকারা।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের ফেরিফায়েড সামাজকি যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাড়ি, চুড়িতে ১৬টি ছবি শেয়ার করেছেন। যেখানে তার খোপায় জবা ফুলও দেখা যায়।
আরও পড়ুন: বিচে উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
বিদ্যা সিনহা মিম চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সামাজকি যোগাযোগ মাধ্যম বেশকিছু ছবি শেয়ার করে তিনি সবাইকে জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা।
অভিনেত্রী ও মডেল নোভা ফিরোজ। স্থায়ীভাবে বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে বসেই পালন করলেন নববর্ষ। যার ছবি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। জানিয়েছেন বৈশাখের শুভেচ্ছা।
আরও পড়ুন: গৃহকর্মীকে মারধর করায় পরীমণির বিরুদ্ধে জিডি
সামাজিক যোগাযোগ মাধ্যম ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছোট পর্দার বড় তারকা কেয়া পায়েল। হলুদ শাড়ি আর খোঁপায় জবা দিয়ে সেজেছেন তিনিও।
এমএল/