৫ বছর ক্ষমতায় থাকা নিয়ে আমি কিছু বলিনি: স্বরাষ্ট্র উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৫


৫ বছর ক্ষমতায় থাকা নিয়ে আমি কিছু বলিনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি তো কিছুই বলিনি, এটা জনগণ বলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।  


মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।


এসময় তিনি বলেন, প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না।


বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যার দায়ে অভিযুক্ত ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের আটক করা হচ্ছে। বলা হচ্ছে, রাঘব-বোয়ালদের আটক না করে ছোটদের আটক করা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে আপনার সঙ্গে পুরোপুরি একমত হতে পারবো না। এজন্য যে আমরা কিন্তু রাঘব-বোয়ালদের কাউকে ছাড় দিচ্ছি না। কিন্তু রাঘব-বোয়ালদের তো আমার জালে আসতে হবে। জালে আসার আগ পর্যন্ত তো তাকে আমি ধরতে পারছি না। আমাদের জালে যে আসতেছে ওইটাকে কিন্তু ধরতেছি। তবে কেউ যদি জালে আসার পর যদি আমি ছেড়ে দিছি, তাহলে আমাকে বলতে পারেন।’


আপনি কিশোরগঞ্জে গিয়ে সরকারের পাঁচ বছর থাকা নিয়ে একটা কথা বলেছিলেন। সেটি নিয়ে রাজনীতিতে আলোচনা হচ্ছে। আপনি যদি ব্যাখ্যাটা দিতেন- এ বিষয়ে তিনি বলেন, ‘আমি তো বলিনি, এটা জনগণ বলেছে, আমি তো কিছুই বলিনি। প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না।’


থানায় গিয়ে এ জনগণ এখনো কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এতে অপরাধ বেড়ে যাচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী বলেন, ‘পুলিশ অভিযোগ নেয় না, এটা অনেক পুরোনো অভিযোগ। প্রাথমিকভাবে আমরা দুটি জিনিস অনলাইনে করব- জেনারেল ডায়েরি (জিডি) ও এফআইআর। আমরা অনলাইনে জিডি দুটি জেলাতে চালু করতে যাচ্ছি, পুলিশ হেডকোয়ার্টার থেকে আপনারা বিবৃতি পাবেন। অচিরেই এফআইআর-টাও আমরা অনলাইনে করব। এরপরে এ বিষয়গুলোর স্থায়ী একটা সমাধান হবে বলে আশা করি।’


স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে বলেন, ‘আমরা সবকিছু কিন্তু জনগণের জন্য করি। কিছু বিষয় আছে আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি না। আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সব ক্ষেত্রে যে সফল হচ্ছি, তা নয়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভুল হচ্ছে, সেটাও সংশোধন করছি।’


পুলিশের নতুন ইউনিফর্ম এবং নতুন লোগো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


কোর কমিটির বৈঠকের বিষয়ক স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতি, ধর্ম নির্বিশেষে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তি ও নববর্ষ শান্তিপূর্ণ ও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। সবার সার্বিক সহযোগিতায় এবারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত ভালো।


আরএক্স/