পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। বিষয়টি মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি নিজের ইচ্ছায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
এবার দেশের ভেতরে ও বাইরে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কয়েদিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ সুযোগ গ্রহণ করে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোটের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
বিজ্ঞাপন
পোস্টাল ব্যালটের প্রক্রিয়া অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পৌঁছে দেওয়া হবে। ভোটাররা ভোট দিয়ে তা নিকটস্থ পোস্ট অফিসে জমা দেবেন, এরপর ব্যালট সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছবে।
আগামী ১২ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।








