Logo

ভোটের সততা ও নিরাপত্তা বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না: ইসি সানাউল্লাহ

profile picture
জেলা প্রতিনিধি
নোয়াখালী
২৭ জানুয়ারি, ২০২৬, ১৪:৩৬
ভোটের সততা ও নিরাপত্তা বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না: ইসি সানাউল্লাহ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে ভোটের সততা ও নিরাপত্তা বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নোয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইসি বলেন, কোনো অবস্থাতেই ভোটের সততা নষ্ট করার সুযোগ দেওয়া হবে না। কেউ যদি ভোট প্রদানের সময়ে যথাযথ প্রক্রিয়া মেনে না চলে, তার ভোট বাতিল করা হবে। সবাইকে নিশ্চিত হতে হবে, ভোট নিরপেক্ষ ও সুষ্ঠু হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নির্বাচনের সময় সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালটের গণনা একযোগে করা হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় কিছুটা সময় লাগবে। প্রবাসী ভোটারদের জন্য ব্যবহৃত পোস্টাল ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকায় ভোট প্রদানের সময় এ প্রতীকগুলো এজেন্টদের মাধ্যমে নিশ্চিত করতে হবে যে ভোটার সঠিকভাবে ভোট দিয়েছেন।

নোয়াখালীর আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় ইসি বলেন, এবার ভোটারদের মধ্যে ভোট দেওয়ার জন্য যথেষ্ট উদ্দীপনা দেখা যাচ্ছে। এটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে। ভোট কেন্দ্রে কেউ যেন অন্যকে বাধা না দিতে পারে, প্রশাসন তা নিশ্চিত করবে। যদি কেউ নিজের ভোটারকে সঙ্গে নিয়ে আসে, তাতে কোনো বাধা নেই, তবে কাউকে বাধা দিতে দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

এছাড়া ইসি পোস্টাল ব্যালট প্রসঙ্গে জানান, প্রবাস থেকে আসা পোস্টাল ব্যালট সরাসরি ডাক বিভাগের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে। দেশের ভিতরের পোস্টাল ব্যালট স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্র পর্যন্ত প্রেরণ করা হবে।

সভায় জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড ও আনসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচনের আইন শৃঙ্খলা, ভোটের পরিবেশ, গণভোটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD