শিক্ষকদের বদলির নতুন সংশোধিত নীতিমালা প্রকাশ

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য নতুন সংশোধিত নীতিমালা প্রকাশিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের স্বাক্ষরিত এই নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষক তার পুরো কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন।
বিজ্ঞাপন
নতুন নীতিমালায় বদলির ক্ষেত্রে চারটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে , নারী শিক্ষকদের প্রাধান্য, কর্মস্থলের দূরত্ব, স্বামী বা স্ত্রীর কর্মস্থল (সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান), এবং চাকরির জ্যেষ্ঠতা।
যখন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন আসে, তখন আবেদনকারীদের মধ্যে অগ্রাধিকার নির্ধারণে তাদের বর্তমান কর্মস্থলের দূরত্ব এবং অন্যান্য উল্লেখিত বিষয় বিবেচনা করা হবে। একই উপজেলায় কর্মরত আবেদনকারীদের ক্ষেত্রে উপজেলাগুলোর কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্র পর্যন্ত দূরত্ব মাপা হবে, আর বিভিন্ন জেলার আবেদনকারীদের ক্ষেত্রে তাদের নিজ নিজ জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র পর্যন্ত দূরত্ব অনুযায়ী অগ্রাধিকার নির্ধারণ করা হবে।
বিজ্ঞাপন
যখন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন আসে, তখন আবেদনকারীদের মধ্যে অগ্রাধিকার নির্ধারণের জন্য তাদের বর্তমান কর্মস্থলের দূরত্ব এবং অন্যান্য উল্লেখিত বিষয় বিবেচনা করা হবে। একই উপজেলায় কর্মরত আবেদনকারীদের ক্ষেত্রে উপজেলাগুলোর কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্র পর্যন্ত দূরত্ব মাপা হবে, আর বিভিন্ন জেলার আবেদনকারীদের ক্ষেত্রে তাদের নিজ নিজ জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র পর্যন্ত দূরত্ব অনুযায়ী অগ্রাধিকার দেওয়া হবে।
এই নীতিমালা মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে। নতুন নিয়ম শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করার পাশাপাশি পরিবার ও কর্মস্থলের সমন্বয়ে সুবিধা দেওয়ার চেষ্টা করছে।
বিজ্ঞাপন








