রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে একই পরিবারের ১১ জনের ইচ্ছা মৃত্যুর আবেদন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে একই পরিবারের ১১ জনের ইচ্ছা মৃত্যুর আবেদন

সম্প্রতি ভারতের মধ‍্যপ্রদেশের গোয়ালিয়রে এক চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। একই পরিবারের ১১জন সদস‍্য নিজেদের ইচ্ছামৃত‍্যু দাবি করে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এর কাছে চিঠি পাঠিয়েছেন। ঘটনাটি ভারতের মধ‍্যপ্রদেশের গোয়ালিয়র জেলার ঘাটিগাঁও তহসিলের ভিরাবালি গ্রাম।  

জানা যায়, কয়েকজন প্রভাবশালী ব‍্যক্তিদের দ্বারা জমি দখল করার ঘটনায় জীবনযাপন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে জানিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছে পরিবার। 

পরিবারের অভিযোগ, জিতেন্দ্র আগরওয়াল ও বিজয় কাকওয়ানি নামে দুই প্রভাবশালী তাদের হেনস্থা করে চলেছে প্রতিনিয়ত। সেই প্রভাবশালী ব‍্যক্তিদের দ্বারা ১•২ বিঘা জমি বলপূর্বক দখলের পাঁয়তারা করছে বলে ও অভিযোগ তুলেছে তারা। 

পীড়িত পরিবারের প্রধান সাবির খান সাংবাদিকদের জানান,আমাদের নামে একটি জমি রয়েছে। কিন্তু জিতেন্দ্র আগরওয়াল ও বিজয় কাকওয়ানি নামের দুই প্রভাবশালী ব‍্যক্তি আমাদের পৈতৃক জমি দখল করে সেখানে নিজেদের সম্পত্তি গড়ে তুলতে চাইছে। এই জমির ওপর প্লট কেটে অন‍্য ব‍্যক্তিদের কাছে তা বিক্রির পাঁয়তারা করছে ওই  প্রভাবশালী ব‍্যক্তিরা। আমরা অনেকবার ওদের বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু উল্টে ওরা আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে। 

পরিবার সূত্রে জানা যায়, জমি নিয়ে এত বিবাদ, তার সীমানা নির্ধারণ করার জন‍্য দুইমাস আগে তহসিলদারের কাছে তাদের পক্ষ থেকে আবেদন করা হয়। কিন্তু তা সত্ত্বে ও তহসিলদার অফিসের পক্ষ থেকে এখনও কোনও ব‍্যবস্থা নেওয়া হয়নি। 

চিঠির মাধ‍্যমে পরিবারের সদস‍্যরা জানিয়েছে, তাদের জীবন যাপনের একমাত্র ভরসা হলো এই জমি। ফলে যদি না থাকে তবে পরিবারের সবাইকেই আত্মহত্যা করতে বাধ‍্য হতে হবে। রাষ্ট্রপতি নামে লেখা তাদের আবেদনটি কালেক্টর অফিস ও এসপির অফিসে দেওয়া হয়েছে  বলে খবর। 

ঘটনাটি প্রকাশ‍্য আসার পর চাঞ্চল‍্য সৃষ্টি হয় গোটা এলাকায় এবং এ বিষয়ে  এসপি অমিত সাংঘিকে সাংবাদিকরা জিজ্ঞাসা করায় তিনি জানান, বর্তমানে তদন্ত করা হচ্ছে। খুব তাড়াতাড়ি মামলার নিস্পত্তি হবে। 

এসএ/