Logo

রাউজানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হবু দম্পতির

profile picture
জনবাণী ডেস্ক
২৬ এপ্রিল, ২০২৫, ০৬:০১
38Shares
রাউজানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হবু দম্পতির
ছবি: সংগৃহীত

আকিবের পরিকল্পনা ছিল বিয়ের পর প্রবাসে চলে যাওয়ার

বিজ্ঞাপন

চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেলে সঙ্গে সিনএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল হবু দম্পতির।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজানের গহিরা বটতল এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মো. আকবর সিকদারের ছেলে জোনায়েদ হোসেন সিকদার আকিব (২৩) ও হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ উল্লাহর মেয়ে মোরশেদা জাহান মিম (১৮)।

বিজ্ঞাপন

নিহতের পারিবার সূত্রে জানাযায়, আকিব ও মিমের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর উভয় পরিবার তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্তে উপনীত হয় এবং প্রস্তুতিও শুরু করেছিল। আকিবের পরিকল্পনা ছিল বিয়ের পর প্রবাসে চলে যাওয়ার। বৃহস্পতিবার সকালে তারা দুজন মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। বিকেল ৪টায় আকিব মিমকে তার হাটহাজারীর বাড়িতে পৌঁছে দিতে যাওয়ার পথে গহিরা বটতল এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে।

বিজ্ঞাপন

এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাইকের ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে। এতে ছেলেটি মারা যাওয়ার পর মেয়েটিরও মৃত্যু হয়েছে বলে আমাদের কাছে খবর এসেছে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD