মোটর সাইকেল দুর্ঘটনায় বাউফলের প্রকৌশলী মৃত্যু

বিকালে নলছিটি বিসিক অতিক্রমকালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেইন্ট্রি গাছের সঙ্গে ধাক্কা লেগে
বিজ্ঞাপন
মোটর সাইকেলের মর্মান্তিক দুর্ঘটনায় সাইদুর রহমান বাচ্চু (৪৩) নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে ঝালকাঠীর নলছিটি বিসিকের সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিহত সাইদুর রহমান পটুয়াখালীর জেলার বাউফল উপজেলার পূর্ব কাছিপাড়া (আনারকলি) গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদার এর ছোট ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এলজিইডির উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমান বাচ্চু ঝালকাঠী জেলা পরিষদে ডেপুটেশনে কর্মরত ছিলেন। শনিবার অফিস শেষে তিনি মোটরসাইকেল যোগে বরিশাল শহরে ফিরছিলেন। বিকালে নলছিটি বিসিক অতিক্রমকালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেইন্ট্রি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর জখম হন। ওই অবস্থায় স্থানীয়রা দ্রুত সাইদুর রহমানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ডিউটি অফিসার এএসআই সুমন বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
মৃত্যুর সংবাদে আনারকলি গোটা এলাকায় শোকের ছায়া পড়েছে। সাইদুর রহমান বাচ্চু এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রবিবার বেলা এগারোটার দিকে নিজ বাড়িতে (আনারকলি) তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন কার্য সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
এসডি/
বিজ্ঞাপন








