Logo

সীমান্ত এলাকায় ধান কাটতে ভীতির কোন কারন নেই কৃষকদের: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
৯ মে, ২০২৫, ০১:৫০
22Shares
সীমান্ত এলাকায় ধান কাটতে ভীতির কোন কারন নেই কৃষকদের: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ভূমি ব্যবহার নীতিমালায় কৃষিজমি সুরক্ষায় নতুন একটি আইন কিছুদিনের মধ্যে প্রণয়ন করা হবে।

বিজ্ঞাপন

কৃষি ও স্বারাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাক-ভারত উত্তেজনায় দেশের সীমান্ত সম্পূর্ন সুরক্ষিত রয়েছে। সীমান্ত এলাকার কৃষদের ভীতি হওয়ার কোন কারন নেই। তারা নিশ্চিন্তে তাদের ফসল ঘরে তুলতে পারবেন। 

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আনতে বরেন্দ্র কর্তৃপক্ষকে সেচ খরচ কমিয়ে দিতে হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দূর্নীতি কমিয়ে আনতে হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, ভূমি ব্যবহার নীতিমালায় কৃষিজমি সুরক্ষায় নতুন একটি আইন কিছুদিনের মধ্যে প্রণয়ন করা হবে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মকলেছপুর গ্রামে ঢেলপীর ব্লকে বোরো ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষি ও স্বারাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন।

কৃষি ও স্বারাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কৃষকদের কঠোর পরিশ্রম ও কৃষি সংশ্লিষ্টদের প্রচেষ্টার কারনে আমাদের ফসল সন্তষজনক উৎপাদন হচ্ছে। গতবছর বন্যা ও প্রাকৃতিক দূর্যোগের কারনে আমাদের চাল আমাদানী করতে হয়েছে। এবার ধানের উৎপাদন ভাল হওয়ায় আমাদানীর করার প্রয়োজন হবেনা।

বিজ্ঞাপন

বোরো ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও বিকেলে তিনি দিনাজপুর সার্কিট হাউজে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় এবং বাংলাদেশ গম ও ভুট্টা ইনষ্টিটিউট পরিদর্শনসহ মতবিনিময় করবেন।

 

বিজ্ঞাপন

এসময় আরো উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রনালয়ের সচিব এমদাদুল্লাহ্ মিয়ান, বরেন্দ্রে’র মহা-পরিচালক মোজাফ্ফর হোসেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসাইন প্রমূখ।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD