বাউফলে বগা সেতু বাস্তবায়নে প্রেসক্লাবে মানববন্ধন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১০ই মে ২০২৫


বাউফলে বগা সেতু বাস্তবায়নে প্রেসক্লাবে মানববন্ধন
বগা সেতু বাস্তবায়নে মানববন্ধন। ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর চারটি উপজেলার মানুষের দুর্ভোগ লাগবের জন্য বাউফলের লোহালিয়া নদীর উপর ব্রিজ নির্মাণের লক্ষ্যে সরকারের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে বগা সেতু বাস্তবায়ন পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১০ মে) সকালে অনুষ্ঠিত মানব বন্ধনে বাউফলের সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: মোটর সাইকেল দুর্ঘটনায় বাউফলের প্রকৌশলী মৃত্যু


বগা সেতু বাস্তবায়ন পরিষদ এর আহব্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. এ কে এম ফারুক তালুকদার, বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম মাসুদ, জিয়া পরিষদের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, বগা সেতু বাস্তবায়ন পরিষদ এর সদস্য সচিব ইঞ্জি. রুমান, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী, বাউফল ইউনিয়ন বিএনপির সভাপতি জি এম ফারুক হোসেন, ব্যবসায়ী মো. হেলাল উদ্দীন, ইউনুস চৌধুরী, রমিজ উদ্দিন হাওলাদারসহ আরো অনেকে বক্তব্য রাখেন। মানব বন্ধন পরিচালনা করেন মারুফ আল মুজাহিদ।


এসডি/