কেউই ৫০ ভাগ ভোট পেলনা, দ্বিতীয় দফায় গড়ালো ফ্রান্সের নির্বাচন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের রান অফ বা দ্বিতীয় দফায় লড়তে পারেন ইমানুয়েল ম্যাকরন এবং কট্টর ডানপন্থী মেরি ল্যু পেন। একজন প্রার্থীও নিশ্চিত করতে পারেননি ৫০ শতাংশ ভোট, আর এ কারণে দেশটির নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় দফায়।
প্রথম দফার ৯৬ শতাংশ ভোট গণনা শেষ। চারটি জনমত জরিপ বলছে, ম্যাকরন পেতে পারেন ২৭ থেকে ২৯ শতাংশের ওপর ভোট। আর মেরি ল্যু পেনের ভাগ্যে জুটছে ২৪ শতাংশের বেশি ভোটারের সমর্থন। কোনো প্রার্থীই ৫০ ভাগ ভোট নিশ্চিত করতে না পারায় নির্বাচন গড়ালো দ্বিতীয় দফায়। ২৪ এপ্রিল রান অফ তথা দ্বিতীয় দফার এ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
প্রথম দফায় অংশ নিয়েছিলেন ১২ জন প্রার্থী। বিগত দুই দশকে ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে জয় পাননি। ধারণা করা হচ্ছিল, ইমানুয়েল ম্যাকরন এই রেকর্ড ভাঙবেন। কিন্তু করোনার ফলে তীব্র অর্থনৈতিক সংকট, অভিবাসন এবং মুসলিম বিদ্বেষের মতো ইস্যুগুলো নির্বাচনে জয়-পরাজয়ের ফ্যাক্টর হয়ে ওঠায় সে সম্ভাবনা এখন খানিকটা ম্লান।
এসএ/